• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ওয়ার্নারকে দুয়ো দিয়ে বোকামি করছে ইংলিশরা!

    ওয়ার্নারকে দুয়ো দিয়ে বোকামি করছে ইংলিশরা!    

    ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থেকেই শুরু। এরপর ব্রিস্টলে ‘দ্বাদশ প্রতিপক্ষের’ আসল রূপটা দেখতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ফিল্ডিং বা ব্যাটিং করতে নামার পর শুনতে হয়েছে দুয়ো। যেটি পরে আরও বেড়ে গেছে স্টিভ স্মিথ তাঁর সঙ্গে ক্রিজে যোগ দেওয়ার পর। শেষ পর্যন্ত ৮৯ রান করে দলকে জিতিয়ে জবাবটা দিয়েছেন মাঠেই। তবে ওয়ার্নারের ম্যানেজার জেমস এরসকিন বরং বলছেন, দুয়ো থেকেই আরও ভালো করার প্রেরণা পান এই ক্রিকেটার।

    গত বছরের মার্চে বল টেম্পারিংয়ের দায় মাথায় নিয়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন ওয়ার্নার। এর মধ্যে আইপিএল খেলে শাণ দিয়ে রেখেছেন ব্যাটে, আর বিশ্বকাপের প্রথম ম্যাচে আবার জাতীয় দলে ফিরে বার্তা দিয়েছেন; বিরতি তাঁর ব্যাটে মরচে ধরতে দেয়নি। তবে ইংলিশ দর্শকের দুয়ো তাঁর কাজটা কঠিন করে দিচ্ছে বলে যারা ভেবেছিলেন, তাদের জন্য এরসকিনের বার্তা, ‘আমি নিজেই একজন ইংলিশ। ওরা আসলে বোকামিই করছে, কারণ ওরা বুঝতে পারছে না এই দুয়ো থেকে সে আরও বেশি প্রেরণা পাচ্ছে। আর মনযোগ দিয়ে কোনো কাজ করলে যে আপনি সফল হবেন সেটা তো সে ৮৯ রান করেই দেখিয়েছে।’

    ইংলিশ দর্শকদের একটু খোঁচাও দিয়েছেন এরস্কিন, ‘সে জানত এরকম কিছু হবে। তবে দর্শকেরা জানত না যারা এমন একজনকে ঘাঁটাচ্ছে যার ইচ্ছাশক্তি আর মনযোগ অন্য পর্যায়ের, স্টিভ ওয়াহ বা নিক ফ্যালডোর (ইংলিশ গলফার) মতো। এই কাজটা ওকে সাহায্যই করছে বেশি।’

    ওয়ার্নার অবশ্য ব্যাটের মতো কথায় কোনো জবাবই দিচ্ছেন না। সেই কেলেংকারির পর এক বছরে এ নিয়ে প্রচারমাধ্যমের সামনে সেভাবে মুখ খোলেননি। এমনকি বিপিএল খেলতে যখন বাংলাদেশে এসেছিলেন, নিষেধাজ্ঞা নিয়ে কুলুপ এঁটে রেখেছিলেন মুখে। বিশ্বকাপেও অনুরোধ করেছেন, তাঁকে যেন সাক্ষাৎকার বা অন্য কিছুর জন্য প্রচারমাধ্যমের মুখোমুখি হতে না হয়। শুধু ম্যাচসেরা হলেই আসবেন আনুষ্ঠানিক সম্মেলনে। আফগানিস্তানের সঙ্গে ৮৯ রান করার পর অবশ্য বিশ্বকাপের রীতি অনুযায়ী স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইক আর্থারটনের মুখোমুখি হতে হয়েছিল। সেখানেও বেশি কিছু বলেননি। ওয়ার্নারের ম্যানেজারও বলছে, আপাতত কথা বলার প্রয়োজন নেই তাঁর মক্কেলের। বরং এরসকিন চান, ওয়ার্নার খেলাতেই আরও বেশি মনযোগ দিন।

     

     

    প্রথম ম্যাচ জয়ের পর সামনের বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।