বিশ্বকাপ শেষ স্টেইনের
বিশ্বকাপ শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইনের। কাঁধের চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। এই চোটের কারণেই দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম দুই ম্যাচ মিস করেছিলেন স্টেইন, অংশ নেননি এর আগে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচেও। তবে সেরে ওঠা হলো না তার, ঠিক কবে ক্রিকেটে ফিরতে পারবেন, নিশ্চিত নয় সেটাও।
২০১৬ সালে কাঁধে চোটের কারণে অস্ত্রোপচার হয়েছিল তার। তবে এ সমস্যা ভুগিয়েই গেছে তাকে। শেষ আইপিএল থেকে এই চোট নিয়েই দেশে ফিরেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকান টিম চিকিৎসক মোহাম্মদ মোসাজি বলেছিলেন, ভারতের সঙ্গে ম্যাচে স্টেইন ঠিক নিশ্চিত নন।
স্টেইনের জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বিউরান হেন্ডরিকসকে। এ বছরই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল তার, এখন পর্যন্ত ২ ম্যাচে নিয়েছেন ১ উইকেট। তবে বলে পেস আছে তার মোটামুটি, করতে পারেন ১৪০ কিলোমিটার গতিতে। ডানহাতি পেসারদের সঙ্গে বাঁহাতি হেন্ডরিকস দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে যোগ করতে পারেন বৈচিত্রও।
অবশ্য মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত বৈচিত্র নেই দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর তারা হেরেছে বাংলাদেশের কাছে। ৫ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচের আগে স্টেইনের ছিটকে যাওয়ার খবর তাই হয়ে এসেছে বেশ বড় ধাক্কা হয়েই।