'ক্রাইস্টচার্চের ওই ঘটনা দলকে আরও কাছাকাছি করেছে'
নিউজিল্যাডের সঙ্গে সর্বশেষ স্মৃতিটা বাংলাদেশের কেউই সম্ভবত কোনো দিন ভুলতে পারবেন না। ক্রাইস্টচার্চে তামিমরা মৃত্যুকে দেখে এসেছিলেন খুব কাছ থেকে, একটুর জন্য বেঁচে গিয়েছিলেন ভয়ংকর এক হামলা থেকে। আজ আরও একবার সেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওভালের ম্যাচের আগে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলছেন, ক্রাইস্টচার্চের সেই হামলা আরও বেশি একসুতোয় গেঁথেছে বাংলাদেশ দলকে।
ওই হামলার পর সিরিজ পরিত্যক্ত হয়ে পর দিনই দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের সবাই। বেশ কয়েকদিন তাড়া করে বেরিয়েছিল তাদের। তবে সেই কঠিন সময়ে যেভাবে একে অন্যকে শক্তি যুগিয়েছে, তা আলাদা করে দাগ কেটে গেছে কোচ রোডসের মনে, ‘ ওরা যেভাবে ওই ঘটনা (ক্রাইস্টচার্চ) সামাল দিয়েছে, ছেলেদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে অনেক। এই মুহূর্তে এখন ওরা এক মাস রোজা শেষে ইদ উদযাপন করছে। পরিবার থেকে দূরে থেকে এই ব্যাপারটাও সহজ নয়। তবে ওই ঘটনার পর তারা যে অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে সেটা দলকে এককাট্টা করতে সাহায্য করেছে। একে অন্যের কাছ থেকে পাওয়া সহমর্মিতা সবাইকে কাছাকাছি করেছে। এখন আমরা সবাই হাসিমুখ দেখছি, কিন্তু ক্রাইস্টচার্চের ওই সময় মনে হয়েছিল দলের সবাইকে কীভাবে আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে। ওরা সেটা করতে পেরেছে ’
দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাসও এখন বেশ উঁচুতে। নিউজিল্যান্ড পরীক্ষা যেমন আরও কঠিন হবে বলে মনে করছেন জাতীয় ক্রিকেটার শাহরিয়ার নাফীসসহ আরও অনেকে। রোডসও সেরকমই মনে করেন, ‘আমরা জানি দেশের সবাই এখন অনেক বেশি উচ্ছ্বসিত। কিন্তু দলের সবাই জানে, নিউজিল্যান্ড এমন একটা দল যেখানে এই বছর আমাদের সময়টা ভালো যায়নি একদমই। আশা করছি, এখন আমরা আরেকটু ভালো খেলতে পারব। এখন আমাদের আরও ভালো খেলা উচিত, তবে নিউজিল্যান্ড সেরা চার-পাঁচটা দলের একটা। ওদের বিপক্ষে কাজটা হবে অনেক কঠিন।’