বিশ্বকাপ শেষ শাহজাদের
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেই পেয়েছিলেন চোটটা। বাঁ পায়ের হাঁটুর সেই চোটটাই কাল হলো আফগানিস্তান উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের। ইনজুরির কারণে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৪ বলে ২২ রান করেছিলেন শাহজাদ। সেই ম্যাচের সপ্তম ওভারেই বাঁ হাঁটুতে ব্যথার কারণে মাঠ ছাড়েন। এই ব্যথা নিয়েই অবশ্য অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে খেলেছেন শাহজাদ, করেছেন কিপিংও। দুই ম্যাচেই ব্যাট হাতে কিছু করে দেখাতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান, প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন, পরের ম্যাচে করেছেন সাত রান।
২০১৫ বিশ্বকাপের পর আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান শাহজাদেরই, ৫৫ ম্যাচে তিনি করেছেন ১৮৪৩ রান। গতকাল আফগানিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই বিশ্বকাপে আর দেখা যাবে না তাঁকে। তার বদলে দলে আসতে পারেন উইকেটকিপার ব্যাটসম্যান ইকরাম আলি খিল। এই বছরের মার্চে অভিষেক হওয়ার পর খিল খেলেছেন মাত্র দুই ম্যাচ।
তবে খিলকে দলে নেওয়ার জন্য আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি পেতে হবে আফগানদের। এই কমিটিতে আছেন জিওফ অ্যালারডিস (আইসিসি, ইটিসি চেয়ারম্যান), ক্যাম্পবেল জেমিসন(আইসিসির প্রতিনিধি), স্টিভ এলওরথি( বিশ্বকাপ প্রতিনিধি), অ্যালান ফোরডাম(স্বাগতিক দেশের প্রতিনিধি), হারশা ভোগলে ও কুমার সাঙ্গাকারা(স্বতন্ত্র প্রতিনিধি)।