'বাংলাদেশের কাছে হার আগে অঘটন ছিল, এখন নয়'
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হবে কাল। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড বলে শুধু নয়, এই ইংল্যান্ড যে গত চার বছরে নিজেদের খোলনলচেই বদলে ফেলেছে। তার ওপর পাকিস্তানের কাছে হেরে একটু আহতও তারা। কার্ডিফের ম্যাচে তারা একটু পরিকল্পনাও বদলে ফেলার আভাস দিয়েছে, আদিল রশিদকে বসিয়ে খেলাতে পারে অতিরিক্ত পেসার লিয়াম প্লাংকেটকে। আর প্রতিপক্ষ যখন বাংলাদেশ, প্লাংকেট বলছেন বাংলাদেশের বিপক্ষে হার একসময় ধাক্কা হলেও এখন আর নয়।
পরিসংখ্যান বলছে, কাল ইংল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনাই বরং কম। বিশ্বকাপে সর্বশেষ যে দুবার দেখা হয়েছে দুই দলের, দুবারই জিতেছে বাংলাদেশ। ২০১১ হারিয়েছিল চট্টগ্রামে, আর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডের সেই জয় খুলে দিয়েছিল কোয়ার্টার ফাইনালের দুয়ার। সেই বাংলাদেশ এবার আরও এগিয়েছে, তবে ইংল্যান্ড এগিয়েছে অনেক অনেক বেশি।
প্লাংকেট অবশ্য গত দুই বিশ্বকাপের দলে ছিলেন না। তবে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন আগেও। আগের দুই হারের ঘটনাও মনে আছে। আর এবার বাংলাদেশ যেমন খেলছে, তাতে হালকাভাবে নেওয়া দূরে থাক, ইংল্যান্ড হেরে গেলে সেটা অঘটন হবে বলেও মনে করছেন না এখন, ‘আমরা দেখেছি বাংলাদেশ দক্ষিণ আফ্রিয়াকে হারিয়েছে। এটা কোনোভাবেই ধাক্কা বা অঘটন ছিল না। আগে আমরা ওদের কাছে হেরেছি, সেটা তখন আমাদের জন্য ধাক্কা ছিল। তবে এবার অন্তত সেটা বলার উপায় নেই। তারা খুব ভালো একটা দল।’
কার্ডিফে সামনে পেছনে বাউন্ডারি ছোট, কিন্তু উইকেটের দুই পাশে চওড়া। কাটার এখানে কাজে আসতে পারে ভেবে নেওয়া হচ্ছে প্লাংকেটকে। মোস্তাফিজ কি শুনতে পাচ্ছেন?