নেট সেশন : ওহ, হ্যালো, ইংল্যান্ড!
বিশ্বকাপ, ১২তম ম্যাচ
বাংলাদেশ-ইংল্যান্ড
কবে, কখন
৮ জুন, ২০১৯
বাংলাদেশ সময় ১৫৩০ (বিকাল ৩.৩০)
ওহ, হ্যালো, ইংল্যান্ড!
টুর্নামেন্ট যখন বিশ্বকাপ, ইংল্যান্ড তখন প্রিয় প্রতিপক্ষ না হয়ে পারে না বাংলাদেশের। এবারেরটি সহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয় হলো দুটি, তবে সেটা ৪ ম্যাচে। স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য ২ ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা সেখানে ৩ ম্যাচে ২ জয়, যে দুটি এসেছে আবার গত দুই বিশ্বকাপে। কার্ডিফে বাংলাদেশ এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে হারেনি একটিও, ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টাও এ মাঠেই।
কার্ডিফ, ইংল্যান্ড- একসঙ্গে দুটি হাজির হচ্ছে এবার। সেখানে ফেভারিট বাংলাদেশ?
এমন কথা বললে অবশ্য ইংল্যান্ড বলবে, ‘হ্যালো’!
২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের সঙ্গে হার বদলে দিয়েছে ইংল্যান্ডের ওয়ানডে খেলার ধরনই। তাদের এই ‘অত্যাধুনিক’ ওয়ানডে খেলার যে ব্র্যান্ড নিয়ে এতো কথা, তার মূলের বেশ খানিকটা জুড়েই আছে বাংলাদেশের সঙ্গে সেই হারটা। একদিক দিয়ে ভাবলে, এই যে ইংল্যান্ড এখনকার ওয়ানডে ক্রিকেটের ‘দানব’, সেটা জাগিয়ে তুলতে ভূমিকা ছিল বাংলাদেশের।
'গোজ ফর হিরো......', ২০১৫, অ্যাডিলেড...
সেই ‘দানব’-এর মুখোমুখি এবার বাংলাদেশ। বিশ্বকাপ বা কার্ডিফের রেকর্ডের চেয়েও বড় হয়ে আসবে তাই এই বিশ্বকাপে দুই দলের পথচলা। দক্ষিণ আফ্রিকাকে দুই দলই হারিয়েছে নিজেদের প্রথম ম্যাচে। ইংল্যান্ড এরপর পাকিস্তানের কাছে হেরে গেছে রানতাড়ায় বেশ অনেক্ষণ ঠিকপথে থেকেও। আর নিউজিল্যান্ডকে বেশ কয়েকবার থমকে দিয়েও আটকাতে পারেনি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড- বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের গ্রাফটা উর্ধ্বমুখী। প্রতি বলেই স্কোরিংয়ের সুযোগ খোঁজা আর লম্বা মালগাড়ির মতো ব্যাটিং লাইন-আপ নিয়ে ইংল্যান্ড যে কোনও প্রতিপক্ষর বুকে কাঁপন ধরাতে পটু। বোলিং আক্রমণটা পাকিস্তানের বিপক্ষে বেশ ম্যাড়মেড়ে দেখালেও ইংল্যান্ডের ওই ব্যাটিং লাইন-আপই স্বস্তিতে থাকতে দেয় না তাই খুব একটা।
ইংল্যান্ডের ওয়ানডে যখন ‘অত্যাধুনিক’, বাংলাদেশের খেলার ধরনটা ওই ‘ক্ল্যাসিক’ স্টাইলেরই। মূল শক্তি অবশ্যই স্পিন, ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে বল গ্রিপ করায় সেটা কার্যকরও হয়েছিল বেশ। কার্ডিফের উইকেটেও স্পিন ধরবে বলে এর আগে আশা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে স্পিনে সুবিধা হলেও খুব বড় টার্ন যে হবে না, সেটা মোটামুটি অনুমিতই।
শুধু স্পিন দিয়েও তাই কাবু করা সহজ নয় ইংল্যান্ডকে। তবে পাকিস্তানের সঙ্গে হারের পর সতর্ক ইংল্যান্ডের কোন দুর্বলতা বাংলাদেশ বের করবে মাঠে, প্রশ্ন সেটাই। অ্যাডিলেডে যার শুরু হয়েছিল, সে লড়াইয়ের একটা ভিন্ন মঞ্চায়ন হতে যাচ্ছে এবার।
বাংলাদেশ পারবে ইংল্যান্ডকে 'হ্যালো' বলতে?
রঙ্গমঞ্চ
সোফিয়া গার্ডেনস, কার্ডিফ
কার্ডিফে এখন পর্যন্ত এবার বিশ্বকাপে হয়েছে দুটি ম্যাচ, দুটিতেই দাপট ছিল পেসারদের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। পরেরটিতে শ্রীলঙ্কাকে চেপে ধরেও লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ বাধা পেরুতে পারেনি আফগানিস্তান। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের আগেরদিন বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস নেই, তবে কন্ডিশন থাকতে পারে মেঘাচ্ছন্ন। উইকেটেও থাকতে পারে ঘাসের ছোঁয়া। এমনিতে চারকোণা ধরনের মাঠ, স্কয়ারে তাই বেশ লম্বা। সেক্ষেত্রে কাজে আসতে পারে শর্ট বল টেকনিক।
লড়াইয়ের মাঝে দ্বন্দ্বযুদ্ধ
রয়-বেইরস্টো বনাম সাকিব-মিরাজ
আগের দুই ম্যাচেই ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেইরস্টো ও জ্যাসন রয় যথাক্রমে দ্রুত ফিরেছেন রিস্টস্পিনার ইমরান তাহির ও শাদাব খানের বলে। বাংলাদেশে রিস্টস্পিনার না থাকলেও আছেন সাকিব-মিরাজরা। তাদেরকে শুরুতেই আনবেন মাশরাফি? আনলে লড়াইটা কাড়ার কথা নজর।
যাদের ওপর চোখ
মাশরাফি বিন মুর্তজা
৬ ওভারে ৪৯, ৫ ওভারে ৩২। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাশরাফির বোলিংয়ের খেরোখাতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচে বোলিং করতে এসেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছেন চারে। তবে উইকেটের দেখা পাননি। ইংল্যান্ডের বিপক্ষে ‘টাচ’-এ আসতে পারবেন বাংলাদেশ অধিনায়ক?
জনি বেইরস্টো
১২, ৩৯, ০, ৩২- প্রস্তুতি ও মূলপর্বে চার ইনিংসে বেইরস্টোর ইনিংস। নিজেকে এখনও মেলে ধরতে পারেননি ইংলিশ ওপেনার। সোফিয়া গার্ডেনসে এর আগে ৫ ম্যাচ খেলে ৪৩-এর ওপরে করতে পারেননি তিনি। বিশ্বকাপ ও কার্ডিফ- দুই খরা কাটাতে পারবেন বেইরস্টো?
সম্ভাব্য একাদশ
আপাতত রুবেল হোসেনের দলে ঢোকার সম্ভাবনা কম। লিটন দাস, আবু জায়েদ বা সাব্বির রহমানের অপেক্ষা বাড়তে পারে আরও। বাংলাদেশ নামতে পারে তাই আগের দুই ম্যাচের একাদশ নিয়েই।
বাংলাদেশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান
৫ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য- আদিল রশিদ পাকিস্তানের বিপক্ষে ছিলেন নিস্প্রভ। বাড়তি একজন পেসার খেলাতে পারে ইংল্যান্ড, সেক্ষেত্রে লিয়াম প্লাঙ্কেটকে জায়গা করে দিতে পারেন রশিদ।
ইংল্যান্ড- জ্যাসন রয়, জনি বেইরস্টো, জো রুট, অইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মইন আলি, ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, জফরা আর্চার
সংখ্যার খেলা
- ৪- ক্যারিয়ারে চতুর্থবার টানা ৪ ইনিংস উইকেটশূন্য আছেন মাশরাফি বিন মুর্তজা। আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচের পর বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্রেকথ্রু পাননি তিনি। এর আগে তার এমন ‘খরা’ গিয়েছিল ২০০৭ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১০ সালে।
- ৯- কেভিন পিটারসেনের সমান ৯টি সেঞ্চুরি এখন জস বাটলারের। আর একটি হলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় জো রুট (১৫), মার্কাস ট্রেসকোথিক (১২) ও অইন মরগানের (১১) পর থাকবেন তিনি।
তারা বলেন
আমরা দেখেছি বাংলাদেশ দক্ষিণ আফ্রিয়াকে হারিয়েছে। এটা কোনোভাবেই ধাক্কা বা অঘটন ছিল না। আগে আমরা ওদের কাছে হেরেছি, সেটা তখন আমাদের জন্য ধাক্কা ছিল। তবে এবার অন্তত সেটা বলার উপায় নেই। তারা খুব ভালো একটা দল।
লিয়াম প্লাঙ্কেট, ইংল্যান্ড পেসার
*কার্ডিফে ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে বলে উল্লেখ করা হয়েছিল। তবে ওয়েদারডটকমে এদিন মেঘাচ্ছন্ন বলা হলেও বৃষ্টির কথা বলা হয়নি।