• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    নেট সেশনঃ ভারতের 'প্রতিশোধের' দিনে 'চেনা' অস্ট্রেলিয়া?

    নেট সেশনঃ ভারতের 'প্রতিশোধের' দিনে 'চেনা' অস্ট্রেলিয়া?    

    বিশ্বকাপ, ১৫তম ম্যাচ

    ভারত-অস্ট্রেলিয়া

    কবে কখন

    বাংলাদেশ সময় ১৫.৩০ (বিকেল ৩.৩০)

     

    ভারতের সঙ্গে ম্যাচের আগে বিরাট কোহলিকে গিয়ে একটা ধন্যবাদ দিয়ে আসতে পারেন অ্যারন ফিঞ্চ। এই অস্ট্রেলিয়াকে যে আবার সেই পুরনো অস্ট্রেলিয়া মনে হচ্ছে, সেটার শুরুটা তো ভারতের বিপক্ষ থেকেই। এই বছরেই ভারতের মাঠে গিয়ে প্রথম দুই ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। হঠাৎ করেই যেন বিশ্বকাপের আগে জেগে উঠল অজিরা। প্রথম দুই ম্যাচ জিতে বার্তা দিয়েছে টুর্নামেন্টটা যখন বিশ্বকাপ, অস্ট্রেলিয়া তখন অন্যরকম।

    ভারত অবশ্য নিজেদের মাঠে সেই স্মৃতিটা দ্রুত ভুলে যেতে চাইবে। বরং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে প্রেরণা নিতে পারে। ফেবারিটের মতোই শুরু করেছে টুর্নামেন্ট। এই বছর দুই দলের দেখায় অবশ্য দলে ছিলেন না স্মিথ ও ওয়ার্নার, সেই অস্ট্রেলিয়ার চেয়েও এবার শক্তিশালী দলের সঙ্গে খেলবে ভারত। লড়াইটা হতে পারে সেয়ানে সেয়ানেই।

    অস্ট্রেলিয়ার একটা দুর্বলতা অবশ্য ভারত টার্গেট করতে পারে চাইলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হুড়মুড় করে ভেঙে পড়েছিল তাদের টপ অর্ডার। তার অর্ধেক আবার হয়েছিল শর্ট বলে। বুমরা, ভুবনেশ্বরের সঙ্গে কাল কি তাহলে সুযোগ হবে শামির? ওভালের উইকেট অবশ্য এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত স্পিনারদের সাহায্য করেছে। আগের ম্যাচে চাহাল আর কুলদীপ, দুজনেই ভালো করেছিলেন। সেক্ষেত্রে হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা।

     

    রঙ্গমঞ্চ

    দ্য ওভাল

    এখন পর্যন্ত বিশ্বকাপে যে তিনটি ম্যাচ হয়েছে ওভালে, তার দুটিতেই খেলেছে বাংলাদেশ। আর অন্যটি ছিল উদ্বোধনী ম্যাচ, তাতে খেলেছিল দক্ষিণ আফ্রিকা আর স্বাগতিক ইংল্যান্ড। শেষের ম্যাচটিতে ছাড়া বাকি দুই ম্যাচেই ৩০০ করে রান হয়েছে। কালকের ম্যাচেও রান উৎসব হতে পারে।

     

    লড়াইয়ের মধ্যে লড়াই

    স্মিথ-কুলদীপ ও রোহিত-স্টার্ক

    আগের দিন অস্ট্রেলিয়ার স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে স্মিথই যা একটু ব্যাটিং করেছিলেন। তবে কাল রিস্ট স্পিনাররা নিতে পারেন বড় পরীক্ষা, মিডল ওভারে কুলদীপের সঙ্গে তাঁর দ্বৈরথটা হতে পারে ম্যাচ নির্ধারণী। যেরকম হতে পারে নতুন বলের স্টার্কের সঙ্গে রোহিতের দ্বৈরথও। আগের দিন শুরুতে গেইলকে তুলে বড় ধাক্কা দিয়েছিলেন স্টার্ক, আজ রোহিতের উইকেটটা খুব করেই দরকার হবে তাঁর।

     

    যাদের ওপর চোখ

    হার্দিক পান্ডিয়া

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে তেমন কিছু করতে পারেননি, ব্যাট হাতে অবশ্য শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছিলেন রোহিত শর্মাকে। আজ ব্যাটে-বলে তাঁর কাছ থেকে বড় কিছুই চাইবে ভারত।

     

     

    মার্কাস স্টয়নিস

    পান্ডিয়ার মতো অলরাউন্ডার স্টয়নিসেরও প্রথম ম্যাচটা ভালো যায়নি। ১৯ রান করার পর মাত্র ৪ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। তবে কাল তাঁর কাছ থেকে আরেকটু বেশি কিছু চাইবে অস্ট্রেলিয়া।

     

    সম্ভাব্য একাদশ

    ভারত

    শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা

    অস্ট্রেলিয়া

    অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা

     

    সংখ্যা সংখ্যায়

    - বিশ্বকাপে দুই দলের ১১ দেখায় আটবার জিতেছে অস্ট্রেলিয়া, তিনবার জিতেছে ভারত। আর সর্বশেষ সাত দেখায় ভারতের জয় একটিতে, অস্ট্রেলিয়ার ছয়টি 

    - ১০০০ রানের জন্য আর মাত্র ৮ রান দরকার স্টয়নিসের। 

    তারা যা বলেন 

    ভারতের মাটিতে ওদের তিন বার হারানো এই ম্যাচের আগে আমাদের বড় একটা আত্মবিশ্বাস দিয়েছে

    অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া অধিনায়ক 

     

    আগে যা হয়েছে, হয়েছে। আমাদের নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলতে হবে। আমার বিশ্বাস, ভালো একটা ম্যাচ হবে কাল 

    রোহিত শর্মা, ভারত ব্যাটসম্যান