• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'পাকিস্তান অস্ট্রেলিয়াকে ভয় পায় না'

    'পাকিস্তান অস্ট্রেলিয়াকে ভয় পায় না'    

    বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়েছে তাঁরা। প্রথম তিন ম্যাচে পাকিস্তানের হার শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। নিজেদের পরের ম্যাচে আরেক ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল। সেই ম্যাচের আগে পাকিস্তান ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ বলছেন, অস্ট্রেলিয়াকে একদমই ‘ভয়’ পান না তাঁরা।

    ওয়েস্ট ইন্ডিজের সাথে মাত্র ১০৫ রানেই গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। প্রথম ম্যাচের হারের সেই ধাক্কা কাটিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তাঁরা। ইংল্যান্ডের বিপক্ষে হাফিজের ৬২ বলে ৮৪ রানেই ৩৪৮ রানের বড় স্কোর দাড় করিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অইন মরগানদের বিপক্ষে ১৪ রানে জিতেছে হাফিজরা।

    হাফিজ মনে করেন, এই বিশ্বকাপে কোন দলই ‘অজেয়’ নয়, ‘বিশ্বকাপের সব দলকেই হারানো সম্ভব। ইংল্যান্ড যেভাবে খেলছে, তাদের হারানো সবচেয়ে কঠিন হবে বলেই সবার ধারণা ছিল। কিন্তু আমরা তাদের হারিয়েছি।’   

     

     

    গত মার্চে আরব আমিরাতে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতেছিল অজিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড ভালো না হলেও তাদের নিয়ে ভয়ের কিছু নেই বলেই মানছেন হাফিজ, ‘অস্ট্রেলিয়ার সাথে আমাদের রেকর্ডটা ভালো না। কিন্তু প্রতিটা ম্যাচই নতুন দিনে হবে। আর ইংল্যান্ডকে হারানোর পর এই মুহূর্তে মোমেন্টামটা আমাদের সাথেই আছে।’

    ইংল্যান্ডের বিপক্ষে জয়টা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে বলে বিশ্বাস হাফিজের, ‘বিশ্বকাপের আগে আমরা ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছি। সিরিজ হারলেও আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলছিলাম। মূল টুর্নামেন্টে এসে তাদের হারিয়েছি। সেই জয়ের দলের সবাই ভূমিকা রেখেছে। যে হাসান আলি একটা উইকেটও পায়নি, সেও কিন্তু শেষ তিন ওভারে ভালো বল করে আমাদের ম্যাচে ফিরিয়েছে। দলের সদস্যরা এরকম খেললে আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়।’