নেট সেশন : শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ বৃষ্টিও
বিশ্বকাপ, ১৬তম ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কা
কবে, কখন
১১ জুন, ২০১৯
বাংলাদেশ সময় ১৫৩০ (বিকাল ৩.৩০)
শ্রীলঙ্কা বিশ্বকাপেই এসেছে এলোমেলো অবস্থায়। এখন পর্যন্ত সে অবস্থার পরিবর্তন হয়নি খুব একটা। ব্যাটিংয়ে তাদের অবস্থাটা যাচ্ছেতাই, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও তারা করতে পারেনি ২০১ রানের বেশি। সে জয়টাও এসেছে তাদের পেসারদের কল্যাণে।
এবার বিশ্বকাপে ‘পারফরম্যান্স’ চিন্তা করলে দুই দলের মধ্যে এগিয়ে থাকার কথা তাই বাংলাদেশেরই। র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়, নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই, ইংল্যান্ডের সঙ্গে হার। আর শ্রীলঙ্কা জিতেছে শুধু আফগানিস্তানের সঙ্গে, যারা র্যাঙ্কিংয়ে সবার নিচে। তবুও পয়েন্ট টেবিল বলছে, শ্রীলঙ্কা এগিয়ে বাংলাদেশের চেয়ে। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় তারা পেয়েছে ১ পয়েন্ট। সে ম্যাচটাও ছিল ব্রিস্টলে।
ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগেও আলোচনায় তাই ওই ‘বৃষ্টি’। বৃষ্টির পূর্বাভাস আছে ম্যাচের দিনও। শেষ চারে যেতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয়টা বেশ গুরুত্বপূর্ণ। বৃষ্টিকে সরিয়ে রাখলে বাংলাদেশের মূল দুশ্চিন্তা বোলিং আক্রমণ।
স্পিন-নির্ভরতা তাদেরকে জানাচ্ছে নতুন চ্যালেঞ্জ। তিন ম্যাচেই বাংলাদেশ খেলিয়েছে একই একাদশ, বোলিং আক্রমণটাও তাই হয়ে আছে মোটামুটি ‘ওয়ান ডাইমেনশনাল’। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বাংলাদেশকে ভরসা করতে হচ্ছে সাকিব আল হাসানের ওপরই।
শ্রীলঙ্কার অবশ্য আছে চোটের দুশ্চিন্তা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পেসারা নুয়ান প্রদীপ অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। ব্যাটিংয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডারের অবস্থা ভয়াবহ। চোটের সমস্যা আছে ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেরও।
চোটের সমস্যা নেই বাংলাদেশের, তবে উইকেট নেওয়ার মতো বোলিং কম্বিনেশনটা দাঁড় করানো চ্যালেঞ্জ মূলত। সেটার প্রথম ধাপ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা। তবে তারও আগে শর্ত, আবহাওয়া থাকতে হবে পরিস্কার। শেষ পর্যন্ত ম্যাচটা হবে কিনা, হলেও ঠিক কতো ওভারের হবে, মূল বিষয় হয়ত এখন এটিই।
রঙ্গমঞ্চ
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, ব্রিস্টল
বিশ্বকাপের সূচিতে এই ভেন্যুতে এটি হতে যাচ্ছে তৃতীয় ম্যাচ। একমাত্র সম্পন্ন হওয়া ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানকে তারা প্রথমে অল-আউট করে দিয়েছিল ২০৭ রানেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচই বিশ্বকাপে শেষ এই মাঠের। সে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকার সুযোগটা পাওয়া যাবে কিনা, প্রশ্ন সেটিই। এমনিতে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে এ মাঠেই ইংল্যান্ড জিতেছিল ৩৫৮ রান তাড়া করে।
যাদের ওপর চোখ
তামিম ইকবাল
১৬, ২৪, ১৯- তিন ম্যাচে তামিম ইকবালের রান। প্রতিটিতেই শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, তবে ফিরেছেন আগেভাগেই। বাংলাদেশ নিশ্চয়ই তামিমের কাছ থেকে একটা বড় ইনিংস দেখার প্রত্যাশায়।
অ্যাঞ্জেলো ম্যাথিউস
৯ বলে ০, ২ বলে ০- ম্যাথিউস দুই ম্যাচের একটিতেও শুরুই করতে পারেননি। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারের এই হালই বলে দেয় শ্রীলঙ্কার ব্যাটিং দুর্দশার চিত্রটা। সেটা ঠিকঠাক করতে ভূমিকা নিতে হবে তাকেও।
সম্ভাব্য একাদশ
প্রথম তিন ম্যাচে একই একাদশ খেলানো বাংলাদেশের এবার আসতে পারে পরিবর্তন। দলে ঢুকতে পারেন পেসার রুবেল হোসেন বা আবু জায়েদ রাহী। সেক্ষেত্রে একজন স্পিনার বাদ দিতে পারে বাংলাদেশ, যেটি হতে পারেন মেহেদি হাসান মিরাজ। লিটন দাসকে জায়গা করে দিতে পারেন মোহাম্মদ মিঠুন। তবে লিটন খেললেও টপ অর্ডারে খেলার কথা নয় তার।
বাংলাদেশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ/রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান
প্রদীপের জায়গা নিতে পারেন জিভান মেন্ডিস।
শ্রীলঙ্কা- কুসাল পেরেরা, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা/মিলিন্দা সিরিবর্দেনে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জিভান মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা
সংখ্যার খেলা
- ৯- এ বিশ্বকাপে শ্রীলঙ্কার ৪-৭ নম্বর ব্যাটসম্যানরা দুই ম্যাচ মিলিয়ে করেছেন ৯ রান।
- ৬০০০- আর ২৩ রান হলে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রান পূর্ণ হবে সাকিব আল হাসানের
- ২৬০- এ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সাকিবের