• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ধাওয়ানের ব্যাকআপ হিসেবে আসছেন পান্ট

    ধাওয়ানের ব্যাকআপ হিসেবে আসছেন পান্ট    

    বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা না হয়নি রিশাভ পান্টের। কিন্তু টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের মাঝেই কপাল খুলে গেলো এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানের। ওপেনার শিখর ধাওয়ানের ইনজুরির কারণে বিকল্প হিসেবে পান্টকে ভারত থেকে উড়িয়ে আনছে বিসিসিআই। এখনই অবশ্য মূল দলে অন্তর্ভুক্ত হচ্ছেন না, আপাতত ব্যাকআপ  হিসেবে রাখা হবে তাঁকে। কোনো কারণে ধাওয়ান সেরে উঠতে না পারলে কেবল সুযোগ হতে পারে মূল দলে ।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্যাট কামিন্সের বাউন্সারে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছিলেন ধাওয়ান। পরবর্তীতে স্ক্যানের পর জানা যায়, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন তিনি। এই মাসে ভারতের পরবর্তী পাঁচটি ম্যাচেই খেলতে পারবেন না ধাওয়ান। ২ জুলাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন কিনা ধাওয়ান, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

    ধাওয়ানের ইনজুরির খবর নিশ্চিত হওয়ার পর বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, এখনই তাঁরা তাঁর বিকল্প হিসেবে কাউকে স্কোয়াডে নিতে চান না। তবে বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে,  দলের সাথে যোগ দেবেন পান্ট, ‘দ্রুততম সময়ে পান্টকে দেশ থেকে ইংল্যান্ডে আনা হবে। টিম ম্যানেজমেন্টই এটার জন্য বোর্ডকে অনুরোধ করেছে। খলিল আহমেদের মতো সেও দলের সাথে থাকবে, কিন্তু এখনই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।’

    বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, পান্টকে যেকোনো মুহূর্তে ইংল্যান্ডের বিমান ধরার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, ‘পান্টকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা। তাঁর কিটব্যাগ ও সব কাগজপত্রও তৈরি। বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কখন তাকে ইংল্যান্ডে আনা হবে। যদিও এখনো সে অফিশিয়ালি ধাওয়ানের বিকল্প হিসেবে স্কোয়াডে ঢুকছে না।’

     

     

    পান্টকে যখন চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেকদের অনেকেই। খোদ ভারতীয় কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, বিশ্বকাপে ১৬ জনের স্কোয়াড নিতে পারলে ভালো হতো। আমবাতি রাইডু, আকসার প্যাটেল, নবদ্বীপ সাইনি ও ইশান্ত শর্মারা স্ট্যান্ডবাই থাকলেও তাই পান্টকেই দেখা যাবে ধাওয়ানের বিকল্প হিসেবে, বলছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা, ‘নির্বাচকরা সবসময়ই পান্টকে দলে চান, কারণ সে চূড়ান্ত স্কোয়াড থেকে অল্পের জন্য বাদ গেছে। সবার বিশ্বাস ভবিষ্যতে সেই সব ফরম্যাটে ভারতের এক নম্বর উইকেটকিপার। এজন্যই তাকে এ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে কারণ বিশ্বকাপের পর ভারত সেখানে সিরিজ খেলতে যাবে। বিশ্বকাপে ধাওয়ানের বিকল্প হিসেবে যোগ দেওয়ার সেই সবচেয়ে যোগ্য।’