• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    রয়ের ইনজুরিতে বেশি দুশ্চিন্তায় মরগান

    রয়ের ইনজুরিতে বেশি দুশ্চিন্তায় মরগান    

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র অষ্টম ওভারেই বল ধরতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে ইংলিশ ওপেনার জ্যাসন রয়ের। এই ঘটনায় মাঠ ছাড়েন তিনি, পরবর্তীতে ফিল্ডিং, ব্যাটিং কোনটিই করতে পারেননি। রয়ের সাথে ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক অইন মরগানও। গতকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচের পর মরগান জানিয়েছেন, তাঁর ইনজুরিটা খুব বেশি গুরুতর না হলেও রয়ের ইনজুরি নিয়ে বেশ চিন্তায় আছে ইংল্যান্ড। 

    ফিল্ডিংয়ের সময় রয়ের মতো চোট পেয়েছিলেন মরগানও। পিঠের ইনজুরিটা নিয়ে অবশ্য খুব বেশি ভাবছেন না মরগান। রয়কে নিয়েই বেশি চিন্তিত মরগান, ‘আমার পিঠের ব্যথাটা আগেও ছিল। কয়েক দিনেই এটা ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তবে রয়কে নিয়ে আগামী ২৪ ঘণ্টার আগে কিছু জানাতে পারছি না। তাঁর হ্যামস্ট্রিংয়ের কী অবস্থা, সেটা জানার জন্য অপেক্ষায় আছি আমরা। আফগানিস্তানের বিপক্ষে তাঁর খেলা অনেকটাই অনিশ্চিত। আগামী দুই ম্যাচের মাঝে বিরতিটা খুব কম, এটাও আমাদের মাথায় রাখতে হবে।’

    ইনজুরির কারণে রয় খেলতে না পারলে সেটা হবে ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা, মানছেন মরগান, ‘শনিবার রয়ের স্ক্যান করা হবে। ৪৮ ঘণ্টার মাঝে আমরা পূর্ণ রিপোর্ট পাবো। ওকসও চোট পেয়েছে। দুইজন গুরুত্বপূর্ণ সদস্যের এমন ইনজুরি দলের জন্য চিন্তার কারণ। তবে আমরা এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে চাই না।’

    সংবাদ সম্মেলনের সময় মরগান যে তীব্র ব্যথা নিয়েই কথা বলছিলেন, সেটা স্পষ্টই বুঝা যাচ্ছিল। তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রয় ও মরগান দুজনের খেলা নিয়েই আছে সংশয়। রয়ের জায়গায় সেই ম্যাচে দলে আসতে পারেন ওপেনার জেমস ভিন্স। মরগানের জায়গায় খেলতে পারেন মঈন আলি। আফগানদের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে পারেন জস বাটলার। শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচেও রয়কে পাবে কিনা ইংল্যান্ড, সেটা জানা যাবে স্ক্যানের রিপোর্ট আসার পরেই।