• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বৃষ্টির সঙ্গে বিশ্বকাপে চোটেরও অভিশাপ!

    বৃষ্টির সঙ্গে বিশ্বকাপে চোটেরও অভিশাপ!    

    বৃষ্টির অভিশাপ তো আছেই, সঙ্গে যোগ হয়েছে চোট। বিশ্বকাপ যতই যাচ্ছে, চোটের থাবা আরও বড় হচ্ছে। নতুন নতুন সব খেলোয়াড় যোগ হচ্ছেন চোটে। যে তালিকায় সাম্প্রতিকতম সংযোজন অইন মরগান ও জ্যাসন রয়।

     

    সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে সম্ভবত দক্ষিণ আফ্রিকাই। চোটের জন্য বিশ্বকাপের আগেই হারিয়েছিল আইনরিখ নরশেকে। ডেল স্টেইন তো টুর্নামেন্টই শুরু করতে পারলেন না, পুরনো চোট তাঁকে ঠেলে দিল বিশ্বকাপের বাইরে। লুঙ্গি এনগিদিও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন, পরে ভারতের বিপক্ষে নামতে পারেননি। মাথায় আঘাত পেয়েছেন হাশিম আমলাও, নামতে পারেননি বাংলাদেশের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাও প্রথম তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শংকায়।  

    টুর্নামেন্ট শেষ হয়ে গেছে শুধু স্টেইনের নয়, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদেরও। তবে সেটি নিয়ে বিতর্ক আছে। আফগান বোর্ড থেকে বলা হয়েছে, শাজাদ হাঁটুর চোট কাটিয়ে বিশ্বকাপে ফিট হয়ে উঠতে পারবেন না। পরে শাহজাদ বোমা ফাটিয়েছেন, তাকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে। অফিসিয়ালি অবশ্য কারণটা চোটই ধরতে হবে। চোটের ধাক্কা আরও একটা পেয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রশিদ খান মাথায় আঘাত পেয়ে বাইরে চলে গিয়েছিলেন। সেদিন বল করতেই পারেননি, এর মধ্যে অবশ্য ফিট হয়ে ওঠার কথা তার।

    ভারতের সমস্যাও কম নয়। কেদার যাদব টুর্নামেন্টের আগেও আনফিট ছিলেন, যদিও সময়মতো সেরে উঠেছেন। শিখর ধাওয়ানের যেমন বাঁ হাতে বুড়ো আঙুলে চির ধরা পড়েছে, ৩০ জুনের আগে মাঠে নামার সম্ভাবনা কম। ভারত তার জায়গায় রিশভ পান্টকে কাভার হিসেবে ডাকলেও এখনও ধাওয়ানের আশা ছাড়েননি।

    অস্ট্রেলিয়া যেমন ছাড়ছে না মার্কাস স্টয়নিসের আশা। পেশীর চোটে পড়েছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাই নামতে পারেননি শেষ পর্যন্ত। মিচেল মার্শকে বিকল্প হিসেবে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, তবে স্টয়নিস এখন পর্যন্ত বিশ্বকাপ দলের সঙ্গেই আছেন।

    ওয়েস্ট ইন্ডিজে বড় কোনো সমস্যা নেই এখনো। এভিন লুইস শুরুতে আনফিট হলেও পরে দলে ঢুকেছেন। আন্দ্রে রাসেল এক ম্যাচ চোটের জন্য মিস করেছেন, তবে আবার ফিরেছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে আবার চোট পেয়েছেন হাঁটুতে, বাংলাদেশ নিশ্চয় চাইবে টন্টনে পরের ম্যাচে রাসেল বাইরে থাকুন!

    ইংল্যান্ডে মার্ক উড, আদিল রশিদের ছোটোখাটো সমস্যা থাকলেও সেটা বড় কিছু হয়নি। তবে কাল এক ম্যাচে জোড়া ধাক্কা খেয়েছে। প্রথমে হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে চলে গেছেন জ্যাসন রয়। আর পরে পিঠের ব্যথায় মাঠ ছেড়েছেন অইন মরগান। দুজন কাল ব্যাটিংয়ে নামেনি, অবশ্য দরকারও হয়নি তাদের। মরগান যদিও চিন্তার কিছু নেই জানিয়েছেন, তবে  ইংল্যান্ডের চিন্তা হতেই পারে।