নেট সেশন : 'ফেবারিট' হয়েই নামছে বাংলাদেশ?
বিশ্বকাপ, ২৩তম ম্যাচ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
কবে, কখন
১৭ জুন, ২০১৯
বাংলাদেশ সময় ১৫৩০ (বিকাল ৩.৩০)
এক দল যেন আছে টি-টোয়েন্টির মুডেই, সে স্টাইল দিয়ে কীভাবে ওয়ানডে খেলতে হয়, বের করার চেষ্টা যেন সেটাই তাদের। আরেক দল ক্ল্যাসিক ওয়ানডে খেলতেই অভ্যস্থ, অবশ্য বোলিং নিয়ে আছে বড় এক দুশ্চিন্তা। টন্টনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, দুই দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকতে গুরুত্বপূর্ণ জয়টা।
ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান- বাংলাদেশের বিশ্বকাপে বাকি পাঁচ প্রতিপক্ষ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটি পরিস্থিতি বিবেচনায় তাই প্রায় বাঁচা-মরার লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সঙ্গে হার ছিল বাংলাদেশের, তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচটা ভুগিয়েছে তাদের।
মোটামুটি পরিস্থিতি ওয়েস্ট ইন্ডিজেরও। চার ম্যাচে একটি জয়, দুটি হার, একটি পরিত্যক্ত। পরিত্যক্ত হওয়া ম্যাচটিতে শুরুটা ভালই হয়েছিল তাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টে প্রায় কাছাকাছি পরিস্থিতি তাই দুই দলেরই।
সাম্প্রতিক সময়ে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ওপর বেশ আধিপত্য আছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সে উইন্ডিজ দলের সঙ্গে অবশ্য বিশ্বকাপ দলের পার্থক্য আছে, এ দলে আছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়াররা। তবে বিশ্বকাপে কখনও তাদের হারানো হয়নি বাংলাদেশের, ১৯৯৯, ২০০৭ ও ২০১১ সালে বাংলাদেশ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে।
সেই ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিতভাবেই চ্যালেঞ্জটা ছুঁড়বে বড়। সঙ্গে ইংলিশ কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের শর্ট বলের তোপ তো আছেই। বাংলাদেশ পারবে সেসব উৎরে যেতে? বিশ্বকাপে টিকে থাকার আশাটা জিইয়ে রাখতে?
রঙ্গমঞ্চ
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, টন্টন
কোথায় খেলা হচ্ছে, এর চেয়েও বড় প্রশ্ন বোধহয় এখন কন্ডিশন কেমন থাকবে সেটা। টন্টনের আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে আকাশ থাকার কথা মেঘলা। এ ভেন্যুতে এটি তৃতীয় ম্যাচ। আফগানিস্তান উড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে, আর পরেরটিতে লড়াই করেও অস্ট্রেলিয়াকে টপকাতে পারেনি পাকিস্তান।
যাদের ওপর চোখ
শেই হোপ
১৪৬*, ১০৮*, ১০৯, ৮৭, ৭৪- বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের সর্বশেষ পাঁচ ইনিংসে রান। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ইনিংসের একটিতে করেছেন ৬৮, বাকি দুটিতে ১১ রান করে। তবে নিশ্চিতভাবেই টন্টনের ম্যাচে নজরটা থাকবে হোপের ওপর।
তামিম ইকবাল
১৬, ২৪, ১৯- বিশ্বকাপের সঙ্গে তামিম ইকবালের গল্পটা রঙিন হয়নি এখনও। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলেছিলেন ৮০ রানের ইনিংস। তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারবেন তিনি?
সম্ভাব্য একাদশ
প্রথম তিন ম্যাচে একই একাদশ খেলিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে সম্ভাবনা ছিল পরিবর্তনের। দলে ঢোকার সম্ভাবনা ছিল পেসার রুবেল হোসেন বা/ও লিটন দাসের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য স্পিন আক্রমণটা শক্তিশালি করেই নামতে চাইতে পারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও আপাতত নেই সেটা।
বাংলাদেশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ/রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজের শঙ্কা আছে আন্দ্রে রাসেলকে নিয়ে। তিনি ফিট থাকলে খেলানোর সম্ভাবনা আছে ইংল্যান্ডের বিপক্ষে একাদশ, তবে দলে ফিরতে পারেন ড্যারেন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজ- ক্রিস গেইল, শেই হোপ (উইকেটকিপার), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, শেলডন কটরেল, ওশ্যান থমাস, শ্যানন গ্যাব্রিয়েল
সংখ্যার খেলা
- ৭- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ১০ ম্যাচে ৭টি জিতেছে বাংলাদেশ
- ৬০০০- আর ২৩ রান হলে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রান পূর্ণ হবে সাকিব আল হাসানের
তারা বলেন
দুই দলেরই সমান পয়েন্ট। তবে এখন শুধু নিজেদের নিয়েই ভাবার সময় আমাদের।
মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ অধিনায়ক