দশ দিনের জন্য মাঠের বাইরে ভুবনেশ্বর
নিজের তৃতীয় ওভারের চতুর্থ বল করার পরপরই হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। পাকিস্তানের বিপক্ষে গতকাল আর বোলিং করা হয়নি তাঁর। ম্যাচশেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দিয়েছেন দুঃসংবাদটা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কমপক্ষে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন ভুবনেশ্বর। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের দুই ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না তিনি, না খেলার সম্ভাবনা বেশি ইংল্যান্ডের বিপক্ষেও।
মাত্র ২.৪ ওভার বল করে মাঠ ছাড়তে হয়েছিল ভুবনেশ্বরকে। শুরুতে ভাবা হয়েছিল, তাঁর ইনজুরিটা খুব একটা গুরুতর নয়। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কোহলি জানালেন, প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরেই থাকতে হতে পারে ভুবনেশ্বরকে, ‘ফুটমার্কে পিছলে পড়ে তাঁর হ্যামস্ট্রিংয়ে টান লাগে। এই মুহূর্তে অনেক বেশি গুরুতর কিছু মনে না হলেও তাকে কয়েক ম্যাচ বিশ্রামে থাকতে হবে। আশা করি সে দুই ম্যাচ পরই ফিরবে, হয়ত তিন ম্যাচও বাইরে থাকতে হতে পারে।’
ভুবনেশ্বর ইনজুরিতে পড়লেও খুব একটা দুশ্চিন্তায় নেই কোহলি। কারণ তাঁর বিকল্প হিসেবে আরেক পেসার মোহাম্মদ শামি পুরোপুরি ফিটই আছেন। কোহলি তাই আফগানদের বিপক্ষে ম্যাচের আগে নির্ভারই থাকবেন, ‘ভুবনেশ্বর নিজেই মনে করে তাঁর ব্যথাটা খুব বেশি নয়। বিশ্রাম নিলেই সেটা ঠিক হয়ে যাবে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার, আশা করি দ্রুতই সে ফিরবে। আর শামি একাদশে খেলার জন্য প্রস্তুত। তাই আমরা এমন পরিস্থিতিতে কোন দুশ্চিন্তা করছি না।’
২২ জুন সাউদাম্পটনে আফগানদের মুখোমুখি হবে ভারত। ২৭ জুন তাঁরা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে কোহলিদের ম্যাচ ৩০ জুন। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভুবনেশ্বর সুস্থ হয়ে উঠবেন, এমনটাই চাইবে ভারত।