শুধু সিনিয়রদের দুষতে চান না সরফরাজ
বিশ্বকাপে আগের ছয় দেখায় প্রতিবারই হেরেছে পাকিস্তান। গতকালও সেটার ব্যতিক্রম হলো না, বৃষ্টি আইনে ৮৯ রানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের হেড টু হেডে ৭-০ তে এগিয়ে থাকল ভারত। এমন হারের পর অনেকেই দুষছেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের। তবে সরফরাজ আহমেদ ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানালেন, শুধু সিনিয়রদের দোষ দিতে চান না তিনি।
প্রতিপক্ষ যখন ভারত, দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে একটি বেশি কিছুই আশা করেছিল পাকিস্তান। তবে হতাশ করেছেন তাদের সবাই। বোলিংয়ে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক করেছেন এক ওভার করে। এগারো রান করে দিয়েছে দুইজন, পাননি কোন উইকেটও। ওয়াহাব রিয়াজ ৭১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। ব্যাটিংয়ে নেমে ৩৮ বছর বয়সী শোয়েব আউট হয়েছেন নিজের প্রথম বলেই। হাফিজ করেছেন মাত্র ৯ রান।
সরফরাজ অবশ্য হারের দায়ভার শোয়েব-হাফিজের ওপর চাপাতে চান না, ‘শুধু সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কথা বলা উচিত না। হারের দায়ভার পুরো দলেরই। কথা বললে সবাইকে নিয়েই বলা দরকার। দলের কেউই ভালো পারফর্ম করছে না। তিন বিভাগেই আমরা ব্যর্থ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; কিছুতেই প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারিনি। এজন্যই এমন ফলাফল।’
টসে জিতে বোলিং নিয়েছিলেন সরফরাজ। রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩৩৬ রানের স্কোর দাঁড় করায় ভারত। ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি ভুল করেছিলেন? সরফরাজ অবশ্য নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন, ‘টসে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা সেটার ফায়দা নিতে পারিনি। পিচে পেসারদের জন্য সুবিধা ছিল, এটাই নিতে চেয়েছিলাম। আমরা ঠিক জায়গায় বল করতে পারিনি বলেই শুরুতে উইকেট পাইনি।’
পাঁচ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট মাত্র তিন। পয়েন্ট তালিকায় নয় নম্বরে থাকলেও এখনই সেমির আশা ছাড়ছেন না সরফরাজ, ‘ভারতের বিপক্ষে এমন হার কষ্টদায়ক। এমন হারের পর আত্মবিশ্বাস আরও তলানিতে নেমে যায়। কিন্তু আমাদের বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। বাকি চার ম্যাচে জিতলে সেমিতে যাবো আমরা। তাই আশা ছাড়ছি না।’