রেস্তোরা কর্মীর সাথে মাঝরাতে হাতাহাতি করেছিলেন আফগান ক্রিকেটাররা?
ইংল্যান্ডের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়ে এমনিও আফগানিস্তানের বেহাল দশা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের বিপক্ষে ম্যাচের পর আরেকটি সংবাদে বেশ বিব্রতই হতে হয়েছে আফগান ক্রিকেট দলকে। ম্যানচেস্টার পুলিশের এক বিবৃতিতে জানা গেছে, গত পরশু রাতে শহরের একটি রেস্তোরার কর্মীর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। পরিস্থিতি সামলাতে পুলিশকেও সেখানে যেতে হয়েছিল।
জানা গেছে, ১৭ তারিখ রাতে ম্যানচেস্টারের ভারতীয় রেস্তোরা আকবরসে ডিনার করতে যান আটজন আফগান ক্রিকেটার। খাওয়াদাওয়া শেষ করে রাত ১১.১৫ মিনিটে রেস্তোরা থেকে বের হচ্ছিলেন তারা। সেই সময় হোটেলের এক কর্মী তাদের প্রশ্ন করেন, পরের দিন ম্যাচ হওয়া সত্ত্বেও তাঁরা এত রাতে হোটেলের বাইরে কী করছেন? এক পর্যায়ে তাদের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় সেই কর্মী।
এরপরই মেজাজ হারিয়ে সেই কর্মীর সাথে তর্কে জড়িয়ে পড়েন আফগান ক্রিকেটাররা। এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নিলে পুলিশকে খবর দেওয়া হয়। ম্যানচেস্টার পুলিশ পরবর্তীতে এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করেছে, ‘সোমবার রাত ১১.১৫টার পর ম্যানচেস্টারের লিভারপুল রোডে একটি হাতাহাতির ঘটনার কারণে পুলিশকে ডাকা হয়েছিল। ওই ঘটনায় কেউ আহত কিংবা গ্রেফতার হয়নি।
ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পর আফগান অধিনায়ক গুলবাদিন নাইবকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান, ‘আমি এই ব্যাপারে কিছু জানি না। আপনারা আমার নিরাপত্তা অফিসারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আফগান দলের কেউই এমন করেছে কিনা সেটাও জানি না। আসলে এটা বড় কোন ঘটনাও নয়।’
আফগান টিম ম্যানেজার সায়েন জানিয়েছেন, রেস্তোরাতে খেতে গেলেও কোন হাতাহাতির ঘটনা ঘটেনি, ‘যা খবরে এসেছে তার কিছুই হয়নি। ক্রিকেটাররা রাতের খাবার খেতে গিয়েছিল। সব অভিযোগ ভিত্তিহীন।’