• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    সাকিবকে দ্রুত আউট করতে চায় অস্ট্রেলিয়া

    সাকিবকে দ্রুত আউট করতে চায় অস্ট্রেলিয়া    

    এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাঁরই। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন সাকিব আল হাসান। আজ সাকিবকে নিয়েই তাই 'বিশেষ পরিকল্পনা' অস্ট্রেলিয়া দলের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, সাকিবকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই হবে তাদের প্রধান লক্ষ্য। 

    চার ম্যাচে সাকিবের রান ৩৮৪, সেঞ্চুরি দুইটি, ফিফটিও দুটি। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২৪ রানের অনবদ্য ইনিংসেই দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ক্যারি মানছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারেন সাকিবই, ‘এই মুহূর্তে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে। এটার নেতৃত্ব দিচ্ছে সাকিবই। তাই সাকিবকে নিয়ে বেশি ভাবতে হবে। টপ অর্ডারের অন্য ব্যাটসম্যান ও বোলারদের নিয়েও পরিকল্পনা সাজাতে হবে।’

    সাকিবকে দ্রুত প্যাভিলিয়নে ফিরতে দেখতে চান ক্যারি, ‘সাকিব হয়ত নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। তাঁর বিরুদ্ধে কোন লাইন লেন্থে বল করতে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। সে দ্রুত আউট হয়ে যাবে, এটাই চাইছি। সাকিব ছাড়াও লিট দারুণ ব্যাটিং করেছিল আগের ম্যাচে। তাদের সবাইকে নিয়েই আলাদা আলাদা পরিকল্পনা আছে, আশা করি সেটা কাজে দেবে।’

    নিজেদের পাঁচ ম্যাচে চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। জয়ের ধারায় বজায় রেখে সেমির পথে এক পা দিয়ে রাখতে চান ক্যারি, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। ব্যাটসম্যানরা অনেক রান পাচ্ছে। তবে এখনো অনেক উন্নতির জায়গা আছে। শ্রীলংকা প্রথম দশ ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছিল। ম্যাচের শুরুতে তাই আরও বেশি উইকেট নিতে হবে বোলারদের। ব্যাটসম্যানরাই যেন ম্যাচটা শেষ করে আসতে পারে, সেটাও চাই।'