রাউলের হাতে কাস্তিয়ার দায়িত্ব
কিংবদন্তী রাউল গঞ্জালেজকে কাস্তিয়ার দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে ইউয়েফা 'বি' লাইসেন্স পেয়েছিলেন রাউল। কাস্তিয়ার কোচ হবেন তিনি, এমনটা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। সেই দায়িত্বটাই এবার বুঝে পেলেন তিনি। পরের মৌসুমে কাস্তিয়ার কোচ হয়ে ফিরছেন রাউল।
রিয়াল মাদ্রিদের যুবদল কাদেতে বি ও ইউভেনাইল বি এর ট্রেনার ছিলেন এতোদিন রাউল। কাস্তিয়া মূলত মাদ্রিদের মূল দলে খেলোয়াড় যোগানে বড় ভূমিকা পালন করে আসছে অনেকদিন ধরেই। লস ব্লাংকোদের বর্তমান ম্যানেজার জিনেদিন জিদানও কোচিং ক্যারিয়ারের শুরুতে ছিলেন কাস্তিয়ার দায়িত্বে।
১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রাউল ছিলেন রিয়াল মাদ্রিদের অবিচ্ছদ্য অংশ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোনালদো-মেসি যুগের আগে রাউলই ছিলেন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা। মাদ্রিদের হয়ে ৩২৩ গোল করেছিলেন রাউল। এরপর বুন্দেসলিগার ক্লাব শালকেতে পাড়ী জমান তিনি। কাতারের আল সাদে কয়েক মৌসুম কাটিয়ে মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক কসমসে খেলে ৩৮ বছর বয়সে অবসরে যান রাউল।