'সমালোচনা করলে আমাদের করুন, পরিবারকে কেন?'
পাকিস্তানের এখন পর্যন্ত বিশ্বকাপটা তাদের মতোই যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয় শুরু, কিন্তু পরের ম্যাচেই আবার ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিল সবাইকে। শ্রীলংকার সঙ্গে ম্যাচটা ভেসে গেল বৃষ্টিতে, এরপর হারতে হলো অস্ট্রেলিয়া আর ভারতের কাছে। শীর্ষ চারে যেতে হলে নিজেদের বাকি সব ম্যাচে তো জেতা লাগবেই, সেই সঙ্গে মিলতে হবে আরও কিছু সমীকরণ। সরফরাজদের নিয়ে সমালোচনাও এখন তুঙ্গে। তবে এত কিছুর মধ্যে পরিবারকে টেনে না আনার অনুরোধ করলেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।
সমালোচনার শুরুটা কয়েক দিন আগের। পাকিস্তানি খেলোয়াড়েরা ভারতের সঙ্গে ম্যাচের আগে হুক্কা-বারে বেশি সময় কাটিয়েছিলেন, এরকম একটা খবর চাউর হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটা অস্বীকার করে শোয়েব মালিকসহ অনেক ক্রিকেটার পোস্টও করেছেন। তবে সমালোচনা তো বন্ধ হয়ইনি, বরং শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাসহ খেলোয়াড়দের আরও আপনজনদের সইতে হয়েছে অপমানসূচক কথা। বাদ যায়নি গালাগালিও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কালকের ম্যাচের আগে খেলার চেয়ে এসব নিয়েই বেশি কথা বলতে হয়েছে ওয়াহাবকে, ‘মিডিয়াতে ব্যক্তিগত সমালোচনা হলে সেটা অবশ্যই ভালো কিছু নয়। সমালোচনা করলে আমাদের কাজকে করুন, পারফরম্যান্সকে করুন। আমরা নিজেরাও আমাদের পারফরম্যান্স ভালো করতে চাই, সেটা আমাদের আরও বেশি দরকার। এখানে আমাদের পরিবারকে টেনে না এনে বরং আমাদের ওপর ফোকাস করুন, সেটা হবে আরও বেশি গুরুত্বপূর্ণ।’
আপাতত ওয়াহাবদের অবশ্য নিজেদের ওপরেই ফোকাস করতে হচ্ছে বেশি। কাল দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটা আক্ষরিক অর্থেই বাঁচা মরার। পাকিস্তান যে চাপের মুখে ভালো খেলে, এমন একটা কথা মনে করিয়ে দেওয়া হলেও ওয়াহাব শুধু কালকের ম্যাচ নিয়ে ভাবতে চাইলেন, ‘এখন আমরা স্রেফ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটা নিয়েই ভাবছি। পরে কী হবে সেটা আমরা এখনই ভাবতে চাই না। আপাতত একটা একটা ম্যাচ করে এগুতে চাই।’