'অতিরিক্ত আবেদনের' কারণে জরিমানা হলো কোহলির
ভারত-আফগানিস্তানের ম্যাচের সময়ই ব্যাপারটা চোখে পড়েছে অনেকের। শুরুতে মোহাম্মদ শামির একটা আবেদনে সাড়া দেননি আম্পায়ার আলিম দার, পরে রিভিউ নিলে দেখা গেছে বলটা পড়েছিল লেগ স্টাম্পের একটু বাইরে। কিন্তু সেটা নিয়ে একটু আগ্রাসীভাবেই নিজের অসন্তোষ জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পার পেয়ে যাননি অবশ্য, এই ঘটনার জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হয়েছে তার। সেই সঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবারই মেজাজ হারিয়ে ফেলেছিলেন কোহলি। শামির ওই আবেদনের পরে তো আম্পায়ারকে গিয়ে একটু উত্তেজিত হয়ে কিছু একটা বলছিলেন। ২৯তম ওভারের সময়ও একটা আউট না দেওয়ায় কোহলি বেশি আবেদন করেছিলেন। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত আবেদন করে বিধিভঙ্গ করেছেন কোহলি, সেজন্য লেভেল ১ সংক্রান্ত নিয়ম ভাঙার জন্য তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
কোহলি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন, সেজন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি তার। ডিমেরিট পয়েন্ট নিয়ম চালু হওয়ার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এটি পেলেন। গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন প্রথমবার। ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট, দুই ওয়ানডে বা দুইটি টি-টোয়েন্টির নিষেধাজ্ঞা জুটতে পারে কপালে।