• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    মাথায় আঘাত পেলেন মিরাজ, আপাতত পর্যবেক্ষণে

    মাথায় আঘাত পেলেন মিরাজ, আপাতত পর্যবেক্ষণে    

    সাউদাম্পটনে অনুশীলন চলছিল বাংলাদেশ দলের। এক পাশে দাঁড়িয়তে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। নেটে ব্যাট করছিলেন সাব্বির রহমান। হঠাৎ একটা বল এসে লাগে মিরাজের মাথায়। অচেতন হয়ে যাননি, তবে মিরাজ আঘাত পেয়েছেন ভালোই। এখন পর্যন্ত গুরুতর কিছু হয়নি বলেই জানা যাচ্ছে। তবে ‘কনকাশন রিপোর্ট’ পাওয়ার আগ পর্যন্ত মুখোমুখি আশংকামুক্ত বলা যাবে না তাকে।

    মিরাজ অবশ্য এরপরও অনুশীলনে ছিলেন। যদিও তাকে ব্যাট করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে আপাতদৃষ্টিতে কালকের ম্যাচে নামতে পারছেন বলেই জানা গেছে।

    এমনিতেই বাংলাদেশ দলে চোটাঘাতের সমস্যা আছে। আগের ম্যাচে মোসাদ্দেক হোসেন ও সাইফ উদ্দিন নামতে পারেননি। পিঠের ব্যথার জন্য নামেননি সাইফ উদ্দিন আর মোসাদ্দেকের সমস্যা ছিল কাঁধে। কাল মোসাদ্দেক নামবেন বলেই জানা গেছে। তবে সাইফ উদ্দিনের চোট নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। যদিও আজ অনুশীলনে ছিলেন এই অলরাউন্ডার।

    এই বিশ্বকাপে মাথায় আঘাত পেয়ে বাংলাদেশের বিপক্ষে ছিলেন না হাশিম আমলা। রশিদ খানও নিউজিল্যান্ডের বিপক্ষে মাথায় আঘাত পেয়ে পরে আর বল করতে পারেননি।