নেট সেশন: 'নকআউট এশিয়া কাপে' প্রথম পরীক্ষা আফগানিস্তান
বাংলাদেশ-আফগানিস্তান, ম্যাচ ৩১
কবে কখন
২৪ জুন, সোমবার
বাংলাদেশ সময় ৩.৩০
অ্যাজেস বোল, সাউদাম্পটন
এক অর্থে বাংলাদেশের সামনে এখন এশিয়া কাপই। আফগানিস্তান, ভারত, পাকিস্তান যে পরের তিন প্রতিপক্ষ! আর ‘এশিয়া কাপের’ নকআউট পর্বে এখন জিততে হবে প্রতিটি ম্যাচই। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের সামনে জয় ছাড়া বিকল্প নেই কোনো। আর প্রতিপক্ষ যখন আফ গানিস্তান, মাশরাফিরা ভালোমতোই জানেন এই ম্যাচে হারলে আড়ালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয় বা অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করাটাও।
ফর্মের হিসেবে বাংলাদেশ একটু স্বস্তিতে থাকতে পারে। বিশ্বকাপটা একদমই ভালো যাচ্ছে না আফগানদের, পাঁচ ম্যাচে পাঁচ হারে এর মধ্যে বিদায়ও নিয়েছে। তবে ভারতের বিপক্ষে যেভাবে লড়েছে, তাতে বাংলাদেশ থিঙ্কট্যাঙ্কের কৌশলে নতুন করে কিছু পয়েন্ট যোগ হওয়ার কথা।
দুই দলের অতীত ইতিহাস সামান্য ব্যবধানে এগিয়ে রাখছে বাংলাদেশকে। ওয়ানডেতে এখন পর্যন্ত সাত বার মুখোমুখি হয়েছে দুই দল, এর মধ্যে চার বার জিতেছে বাংলাদেশ, আর বাকি তিন বার আফগানিস্তান। সর্বশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে প্রথম ম্যাচ হারার পর সুপার ফোরে জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য আরেকটা দুশ্চিন্তা হতে পারে, প্রথম চার ম্যাচে খেই হারানোর পর ভারতের বিপক্ষে একসঙ্গে জ্বলে উঠেছে আফগানিস্তানের স্পিন ত্রয়ী রশিদ-মুজিব ও নবী। ম্যাচটাও হয়েছে সাউদাম্পটনেই, সেখানে আগামীকাল মুখোমুখি হবে দুই দল
রঙ্গমঞ্চ
অ্যাজেস বোল, সাউদাম্পটন
ইংল্যান্ডের অন্য মাঠের তুলনায় অ্যাজেস বোল বেশ বড়, এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে বোলিং বান্ধব ভেন্যুও। কালকের ম্যাচটা এবারের বিশ্বকাপে এই মাঠে পঞ্চম ও শেষ ম্যাচ। এর আগে একটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে, বাকি তিন ম্যাচের সবগুলোই ছিল লো স্কোরিং। ২৫০ও পেরুতে পারেনি কোনো দল। ম্যাচের আগের দিন রাতে সেখানে বৃষ্টির পুর্বাভাস আছে, সম্ভাবনা আছে কালও। তবে পুরো ম্যাচ পন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম।
যাদের ওপর চোখ
সৌম্য সরকার
বিশ্বকাপে ভালো শুরু পেয়েছেন কমবেশি সব ম্যাচেই। কিন্তু একবারও ইনিংসটা বড় করতে পারেননি, যদিও অস্ট্রেলিয়ার সঙ্গে বড় অবদান রেখেছেন বল হাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ ছিল, সেখানে প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে শুধু সৌম্যেরই এখন পর্যন্ত কোনো ফিফটি নেই। কাল সেই আক্ষেপটা দূর করতে নিশ্চয় চাইবেন
মুজিব উর রেহমান
অফিসিয়ালি তাকে অফ স্পিনার বলা হলেও আসলে পুরোপুরি ফিঙ্গার স্পিনারও নন। আবার নতুন বলে বল করেন, তার ভূমিকাও প্রথাগত স্পিনারের মতো নয়। প্রথম তিন ম্যাচে নিজেকে সেভাবে খুঁজে না পেলেও চতুর্থ ম্যাচ থেকে ফর্মে ফিরতে শুরু করেছেন। ভারতের বিপক্ষে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ
মোসাদ্দেক সেরে উঠেছেন বলে জানা যাচ্ছে, তবে সংশয় আছে সাইফ উদ্দিনকে নিয়ে। সেক্ষেত্রে শুধু সাব্বির রহমানই চলে যেতে পারেন দলের বাইরে।
একাদশ: তামিম, সৌম্য, সাকিব, মুশফিক, লিটন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, রুবেল, মোস্তাফিজ।
আফগানিস্তান
এখন পর্যন্ত বিশ্বকাপে প্রতি ম্যাচেই কিছু না কিছু পরিবর্তন এনেছে আফগানরা। কাল নামতে পারে ভারতের বিপক্ষে একাদশ নিয়েই।
একাদশ: জাজাই, গুলবদিন, রহমত, শহিদি, আসগর, নবী, জাদরান, ইকরাম, রশিদ, মুজিব, আফতাব।
সংখ্যার খেলা
- আর ৩৫ রান হলে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ১ হাজার রান হবে সাকিব আল হাসানের, আর ওয়ার্নারকে টপকে আবার বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের জন্য দরকার ২৩ রান
- চতুর্থ বাংলাদেশি হিসেবে ৪ হাজার ওয়ানডে রানের জন্য ৮০ রান দরকার মাহমুদউল্লাহর
তারা যা বলেন
সাউদাম্পটনের মাঠ বড়, এখানে চার-ছয় সেভাবে হবে না। দৌড়াতে হবে অনেক প্রচুর সিঙ্গেলস নিতে হবে, আর ডাবলসকে তিন রান করতে হবে।
স্টিভ রোডস, বাংলাদেশ কোচ
নবী ও রশিদের সঙ্গে সাকিব আল হাসান আইপিএলে খেলেছে, সে বাংলাদেশের সেরাদের একজন। ওর দিনে ওকে থামানো কঠিন, তবে দিনটা আমাদের হলে সাকিব শুধু নয়, যে কারও জন্যই কাজটা কঠিন
গুলবদিন নাইব, আফগানিস্তান অধিনায়ক