• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বাংলাদেশকে নিয়েই 'ডুবতে' চায় আফগানিস্তান!

    বাংলাদেশকে নিয়েই 'ডুবতে' চায় আফগানিস্তান!    

    আফগানিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ অনেক আগেই। বাংলাদেশের সম্ভাবনা এখনো টিকে আছে, সেটার জন্য আজ আফগানদের হারাতেই হবে মাশরাফি-সাকিবদের। তবে বাংলাদেশকে সেমিতে যেতে দিতে চান না আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। সাউদাম্পটনে ম্যাচের আগে নাইব খানিকটা মজা করেই বলেছেন, তারা নিজেরা ‘ডুবে গেছেন’, সাথে বাংলাদেশকে নিয়েই ডুবতে চান।

    ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছে আফগানরা। বাংলাদেশ অবশ্য দুটি ম্যাচ জিতে সেমির দৌড়ে এখনো টিকে আছে। সেমিতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হবে আজ জিততেই হবে বাংলাদেশকে। সাকিবদের অবশ্য ছেড়ে কথা বলতে রাজি নন নাইব, ‘আমরা তো ডুবেই গেছি, তোমাদের সাথেই নিয়েই ডুববো! বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ খেলেছে এটা সত্যি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা ৩২০ তাড়া করে জিতেছে। তাও আমরা তাদের বিপক্ষে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।’

    ভারতের বিপক্ষে রশিদ-নবীদের স্পিনেই নাকাল হয়েছিলেন রোহিত-কোহলিরা। বাংলাদেশের বিপক্ষেও স্পিনে ভরসা রাখছেন নাইব, ‘ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা। তাও আমাদের স্পিনাররা দারুণ বোলিং করেছে। পিচে যদি টার্ন থাকে, তাহলে শুধু বাংলাদেশ না, সব দেশের ব্যাটসম্যানদের জন্য রান পাওয়া কঠিন হবে। আমাদের স্পিনাররা বিশ্বসেরা। পিচ তাদের অনুকূলে থাকলে তাদের বিপক্ষে খেলাটা সহজ হবে না।’

    সাউদাম্পটনে টানা দুই ম্যাচ খেলবে আফগানরা। বাংলাদেশের বিপক্ষে সবাই জয়ের জন্য মুখিয়ে আছে বলেই জানালেন নাইব, ‘ইংলিশ কন্ডিশনে প্রথম তিন-চার ম্যাচে আমরা ভালো করতে পারিনি। পিচ একদমই অন্যরকম ছিল ওসব ম্যাচে। আমরা সেরকমটা আশা করিনি। শেষ দুই ম্যাচে পিচ অনেকটাই আমাদের অনুকূলে। স্পিনাররা ভালো করছে তাই। দলের সবাই ভালো করার জন্য মুখিয়ে আছে, বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা। তাদের ওপর চাপটাও অনেক বেশি।’