ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী সাকিব
সেমির আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যেই ৬২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবেন সাকিবরা। গতকাল ম্যাচশেষে সাকিব বলছেন, ভারতের বিপক্ষেও জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।
এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি বিরাট কোহলির ভারত। সেমির স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হলে ২ জুলাইয়ের ম্যাচে বাংলাদেশ জয়ই চাইবে। ২০০৭ সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবারও সেটার পুনরাবৃত্তি ঘটাতে চান সাকিব, ‘ভারত খুব ভালো দল। তারা এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী। তাদের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। তবে আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবো।’
ভারতকে এই টুর্নামেন্টের প্রথম হারের স্বাদ দিতে পারে বাংলাদেশই, বিশ্বাস সাকিবের, ‘অভিজ্ঞতা অনেক সাহায্য করবে আমাদের। তবে এটাই শেষ কথা না। ভারতকে হারালে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তাদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা একাই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, ভারতসহ যেকোনো দলকেই হারাতে পারবো।’
ব্যাটে হাতে কাল সাকিব করেছেন ৫১ রান, বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব গড়েছেন বেশ কিছু রেকর্ডও। ব্যাক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের জয়েই বেশি খুশি সাকিব, ‘এই জয়টা খুবই তৃপ্তিদায়ক ছিল। দল ও আমার নিজের জন্যও জরুরিও ছিল। নিজের পারফরম্যান্সে আমি খুশি। এখনো দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে, আশা করি সেমিতেও খেলতে পারবো। তবে ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়েই আপাতত ভাবছি।’
শুধু নিজেদের জয় নয়, বাংলাদেশকে ভাবতে হচ্ছে অন্যদের ম্যাচ নিয়েও। সমীকরণ কঠিন হলেও আশা ছাড়ছেন না সাকিব, ‘ইংল্যান্ডের তিনটি ম্যাচ বাকি আছে, আমাদের দুটি। আমাদের দুটি ম্যাচেই জিততে হবে, তাদেরকেও হারতে হবে। সমীকরণটা কঠিন হলেও ক্রিকেটে সবকিছুই সম্ভব। আমরা বিশ্বাস করি পরের দুই ম্যাচে ভালো করতে পারব। এটা ছাড়া আমাদের আসলে করার কিছু নেই।’