আমি ঠিক আছি: লারা
বুকে ব্যথা নিয়ে ব্রায়ান লারার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটা ক্রিকেটপ্রেমীদের কিছুটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর লারা ভক্তরা পেল স্বস্তির খবর। লারা নিজেই এক বার্তায় জানিয়েছে, গুরুতর কিছু হয়নি তার, সুস্থই আছেন তিনি।
দুই বছর আগে এনজিওব্লাস্ট করা হয়েছিল লারার। সেজন্য নিয়মিত তাকে চেক আপে রাখা হতো। বিশ্বকাপে কয়েকদিন শুটিং ছিল না তার। গতকাল দুপুর ১২ টায় বুকে ব্যথা অনুভব করলে মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয় লারাকে। বেশ কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে।
গতকাল রাতে লারা তার সাউন্ডক্লাউড অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি, ‘বুকে ব্যথার কারণে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকগুলো পরীক্ষাও করেছেন ডাক্তাররা। কিছুটা দুশ্চিন্তা তো ছিলই। জিমে একটু বেশি সময় কাটিয়েছিলাম, এরপর বুকে ব্যথা অনুভব হয়। আমার মনে হয়েছিল দ্রুত ডাক্তারের কাছে যাওয়াই ভালো হবে।’
বার্তাটি দেওয়ার সময় হাসপাতালের বেডে বসেই লারা দেখছিলেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ, ‘হাসপাতালে শুয়েই আমি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দেখছি! আশা করি অস্ট্রেলিয়া জিতবে! আমি সবাইকে জানাতে চাই আমি সুস্থ আছি। ডাক্তাররা বলেছেন চিন্তার কোন কারণ নেই। আমার ব্যাপারে চিন্তা করার জন্য সবাইকে ধন্যবাদ।’
লারা সুস্থ হয়ে আবার ফিরবেন টিভি চ্যানেলের বিশ্বকাপ বিশ্লেষণে, এমনটাই চাইছেন ক্রিকেটপ্রেমীরা।