পাকিস্তানের বোলিংটাই ভাবাচ্ছে নিউজিল্যান্ডকে
পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড আছে দ্বিতীয় স্থানে, পাকিস্তানের অবস্থান সাত। এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকা কিউইদের এই ম্যাচে জয় পেলেই সেমিতে ওঠা নিশ্চিত হবে। অন্যদিকে সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। বার্মিংহামের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ভয়ংকর’ পাকিস্তানের বোলিং আক্রমণটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে তাকে।
পাকিস্তানকে কিছুতেই হালকাভাবে নেবে না নিউজিল্যান্ড, স্যান্টনার বলছেন এমনটাই, ‘পাকিস্তান খুব ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। এখানে তারা দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে তারা দুর্দান্ত ক্রিকেট খেলেই জয় পেয়েছে। এখন আমরা শীর্ষ দুইয়ে আছি পয়েন্ট তালিকার, কিন্তু পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। কোন প্রতিপক্ষকেই আসলে এখন হালাকভাবে নেওয়ার সুযোগ নেই।’
আমির-রিয়াজদের নিয়ে গড়া পেস আক্রমণকে নিয়েই চিন্তায় আছেন স্যান্টনার, ‘তাদের বোলিং আক্রমণ দুর্দান্ত। পেসারের পাশাপাশি বেশ কিছু ভালো স্পিনারও আছে। আমরা তাদের বোলিং আক্রমণের শক্তির ব্যাপারে জানি। ওয়াহাব রিয়াজ ফেরায় সেটা আরও শক্তিশালী হয়েছে। আমির তো দুর্দান্ত ফর্মে আছে।’
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে হারিয়েই সেমি নিশ্চিত করতে চান স্যান্টনার, ‘তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। যখন তারা ফর্মের তুঙ্গে থাকে, তখন তাদের আটকানো খুব কঠিন। তারা যেন সেটা করতে না পারে, এই উপায়টাই খুঁজে বের করতে হবে আমাদের।’
শেষ দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে দল, জানালেন স্যান্টনার, ‘টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছে সে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিটা একটু বিশেষ ইনিংসই ছিল। বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও সে রান পাবে, এমনটাই চাইছে দলের সবাই।’