আসছে রিয়ালের নারী দল
বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদসহ রিয়াল মাদ্রিদের অনেক প্রতিদ্বন্দ্বী ক্লাবেরই আছে নারী দল। বেশ কয়েক মৌসুম ধরেই নারী দল গঠনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়ে উঠছিল না রিয়ালের। অবশেষে ঘোষণা এলো, আগামী বছর থেকেই নারীদের লিগে অংশ নেবে রিয়ালের প্রমীলা দল।
দেপোর্তিভো টাকোন নামের একটি ক্লাবকে কিনে নিয়েছে রিয়াল। ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি এই মৌসুমেই নারী লা লিগার প্রথম বিভাগে উঠে এসেছে। টাকোনের মূল দলে আছেন ২০জন নারী ফুটবলার। এছাড়া তাদের ছয়টি যুব দলে সব মিলিয়ে আছে ১০৩ জন ফুটবলার। ক্লাবটিকে ৫ লাখ ইউরোতে কিনে নিচ্ছে রিয়াল। ২০২০ সালের ১ জুলাই থেকে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে রিয়ালের হয়ে যাবে। সেই মৌসুম থেকেই মেয়েদের লা লিগায় খেলবে রিয়ালের নারী দল।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে নারী দল গঠনের খবরটি, ‘রিয়ালের পরিচালনা পরিষদ এক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে, দেপোর্তিভো টাকোনকে কিনে নেওয়া হবে। আগামী মৌসুম থেকে তাদের নারী দল রিয়ালের হয়ে খেলবে। এই মৌসুমে তারা রিয়ালের মাঠেই অনুশীলন করবে। আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ক্লাব এক হয়ে যাবে।’
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস বলছেন, নারীদের লিগে দল বাড়ায় খুশি তিনিও, ‘লিগে যত বেশি ক্লাব আসবে ততই লিগ জমবে। এটা স্পেনের জাতীয় নারী দলের জন্যই ভালো। রিয়াল স্পেনের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ক্লাব। নারীদের লিগে তাদের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।'
ছেলেদের লিগের পাশাপাশি এবার নারীদের লিগেও দেখা যাবে বার্সা-রিয়াল লড়াই।