কোহলিদের মুখোমুখি হওয়ার আগে ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড
গ্রুপ পর্ব পেরোতেই ইংল্যান্ডের হিমশিম খেতে হবে, সেটা কি বিশ্বকাপের শুরুতে কেউ ভেবেছিল? ঘরের মাঠে 'ফেভারিট' ইংল্যান্ড গ্রুপ পর্বের শেষভাগে এসে খেই হারিয়ে ফেলেছে, টানা দুই ম্যাচ হেরে বাদ পড়ার শঙ্কায় অইন মরগানরা। আগামী রবিবার ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে দলের পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে ইনজুরি শঙ্কাও। জেসন রয় আগে থেকেই ইনজুরিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ভারতের সাথে খেলা নিয়ে সংশয়ে আছেন পেসার জফরা আর্চার ও স্পিনার আদিল রাশিদও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই আর্চারের খেলা নিয়ে সন্দেহ ছিল। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে খেলেছেন তিনি। তবে মাঠে পুরোটা সময়ই বেশ অস্বস্তিতে ছিলেন আর্চার। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে তার খেলাটা নিশ্চিত নয়। কোমরের বাম দিকে বেশ ব্যথা অনুভর করছেন তিনি। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা করেই আর্চারকে একাদশে রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আর্চারের পাশাপাশি ভারতের বিপক্ষে খেলা নিয়ে সংশয় জেগেছে রাশিদেরও। কাঁধের ইনজুরি নিয়েই টুর্নামেন্টে খেলতে এসছিলেন তিনি। এই টুর্নামেন্টে দেখা যায়নি রাশিদের সেরা পারফরম্যান্স, ৭ ম্যাচে নিয়েছেন সাত উইকেট, গড় ৫১.৮৫, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৭৬। এই টুর্নামেন্টে ইংলিশ বোলারদের মাঝে এটাই সবচেয়ে বাজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর ফিরে এসেছে তার কাঁধের ব্যথা। গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও ফিজিওর কাছে চিকিৎসা নেওয়ার কারণে সেখানে যাননি রাশিদ। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবারের ম্যাচে রাশিদের মাঠে নামা নিয়ে তেমন কোন সংশয় নেই, তাও তার খেলা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আর্চার-রাশিদকে নিয়ে শঙ্কা থাকলেও রয়কে নিয়ে কিছুটা সুসংবাদ শুনেছে ইংলিশ দল। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছেন রয়। গতকাল অনুশীলনের সময় নেটে ব্যাট করেছেন তিনি, ফিল্ডিংও করেছে। তবে রবিবার নিশ্চিতভাবে একাদশে থাকবেন কিনা, সেটা জানায়নি টিম ম্যানেজমেন্ট। আগামী দুই দিন দলের সাথে পূর্ণ অনুশীলন করার পরেই তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশিতে টান লাগায় বেশ কিছুক্ষণ ফিজিওর চিকিৎসা নিয়েছিলেন বেন স্টোকস। পরে অবশ্য তিনি জানিয়েছেন, খুব বেশি গুরুতর নয় তার ব্যথা। ভারতের বিপক্ষে খেলতে কোন সমস্যা হবে না।