• লা লিগা
  • " />

     

    অ্যাটলেটিকোতেই আসছেন ফেলিক্স

    অ্যাটলেটিকোতেই আসছেন ফেলিক্স    

    বেনফিকার হয়ে আগের মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন হোয়াও ফেলিক্স। পর্তুগাল জাতীয় দলে অভিষেকও হয়েছিল ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের। গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রেকর্ড ট্রান্সফার ফিতে বেনফিকা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে আসবেন ফেলিক্স। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। ১২৬ মিলিয়ন ইউরোতে ফেলিক্সকে কিনে নিয়েছে অ্যাটলেটিকো, স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে তিনিই সবচেয়ে দামি ফুটবলার। 

    ২০১৮-১৯ মৌসুমে বেনফিকার হয়ে ২৬ ম্যাচ খেলে ফেলিক্স করেছেন ১৫ গোল, অ্যাসিস্ট নয়টি। ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের সাথে তার চোখ ধাঁধানো হ্যাটট্রিক নজর কেড়েছিল সবার। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েই ফেলিক্সকে কেনার জন্য উঠেপড়ে লেগেছিল ইউরোপের বড় ক্লাবগুলো। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ; তাকে কেনার দৌড়ে ছিল সবাই। 

    অবশেষে রিয়াল-বায়ার্ন -ইউনাইটেডকে পেছনে ফেলে ফেলিক্সকে কিনেছে অ্যাটলেটিকোই। বেনফিকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অ্যাটলেটিকোর সাথে ফেলিক্সের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে তাদের, ‘অ্যাটলেটিকো ফেলিক্সকে কেনার জন্য ১২৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে, আমরা সেটা গ্রহণ করেছি।’ 

    এই দলবদলে অ্যাটলেটিকোর ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হলেন ফেলিক্স। এর আগে গত মৌসুমে রেকর্ড ৭২ মিলিয়ন ইউরো দিয়ে মোনাকো থেকে থমাস লেমারকে কিনেছিল অ্যাটলেটিকো। ফেলিক্সের ট্রান্সফার ফি ক্লাব ফুটবলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।