ব্রাজিল গোলরক্ষক নেতোকে দলে নিল বার্সা
২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। আর তাদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক জ্যাস্পার সিলেসেন বার্সা থেকে যোগ দিয়েছেন ভ্যালেন্সিয়াতে।
নেতোকে কিনতে বার্সার খরচ হয়েছে ২৯ মিলিয়ন ইউরো। আর ডাচ গোলরক্ষক সিলেসেন ভ্যালেন্সিয়াতে গেছেন ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। বার্সেলোনায় তিন মৌসুম কাটিয়েছিলেন সিলেসেন। মূলত কাপ ম্যাচগুলোতেই খেলেছেন তিনি।
গত মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে ১০ ক্লিনশিট রেখেছিলেন নেতো। দলকে কোপা ডেল রে জিততে সাহায্য করেছেন, এবং চ্যাম্পিয়নস লিগেও বাছাই করাতে অবদান রেখেছেন। তার ব্যাপারে বার্সার বিবৃতিতে বলা হয়েছে, "সে উচ্চতায় প্রায় দুই মিটার। তার উচ্চতা ও ক্ষীপ্রতা প্রতিপক্ষ স্ট্রাইকারদের গোল করার সুযোগ দেয় কম।"
ভ্যালেন্সিয়ায় দুই মৌসুম কাটানোর আগে নেতো দুই মৌসুম কাটিয়েছিলেন জুভেন্টাসেও।