• লা লিগা
  • " />

     

    নেইমারকে ফেরানোর ইচ্ছা নেই বার্সা ভাইস প্রেসিডেন্টের

    নেইমারকে ফেরানোর ইচ্ছা নেই বার্সা ভাইস প্রেসিডেন্টের    

    বার্সেলোনা ভাইস প্রেসিডেন্ট জেমস কার্দোনার বলেছেন নেইমার বার্সেলোনায় ফিরতে চাইলেও তাকে ফেরানোর কোনো চিন্তা ভাবনা আপাতত নেই ক্লাবের। দুই বছর আগে রেকর্ড ট্রান্সফার ফি এর বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এবার দলবদলের বাজারে আবার শোনা যাচ্ছে বার্সাতেই ফিরতে পারেন তিনি।  
     

    যদিও কার্দোনার সেই সম্ভাবনা আপাতত উড়িয়ে দিচ্ছেন, "আমি যতদূর জানি, বার্সেলোনা এখনও নেইমারকে আনার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করেনি। মনে হচ্ছে নেইমার ফিরতে চায়, অথবা সে যা বলেছে তাতে সেরকম কিছুই নির্দেশ করে। বার্সা নেইমারকে দলে নেওয়ার জন্য চিন্তা করছে এ কথা সত্য না।"


    "এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা জানিনা কী হবে। তবে খেলোয়াড়েরা বার্সা ছেড়ে যাওয়ার পর যে আবার ফিরতে চায় সেটা আমাকে অবাক করেনি। বার্সা আর বার্সেলোনার মতো খুব বেশি জায়গা তো আর নেই। এর আগেও আমরা দেখেছি, ক্লাব ছেড়ে যাওয়ার পর অনেকেই ফিতে চেয়েছে বা ফিরেছে। নেইমার যখন ক্লাব ছেড়েছিল তখন সে দুর্দান্ত খেলোয়াড় ছিল। এখন? এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না, তবে আমরা এখনও তার সঙ্গে কোনো যোগাযোগ করিনি।" 

    কার্দোনার বলেছেন নেইমারকে নিতে চাইলে তিনি সেটার বিপক্ষেই থাকবেন। বার্সার কাছ থেকে বোনাস পাওয়া নিয়ে নেইমার আইনজীবীও নিয়োগ দিয়েছিলেন। "এখানে অনেক ব্যাপার আছে। যেগুলোর সমধান করতে হবে আগে। নেইমার যেভাবে ক্লাব ছেড়েছিল সেটা আমার পছন্দ হয়নি।"