আর্সেনালের অমঙ্গল চাইছেন মরিনহো!
আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে উঠার আশা বেঁচে আছে এখনো। তবে সমীকরণটা বেশ জটিলই বলা যায়। পয়েন্ট টেবিলের তিনে থাকা আর্সেনাল যদি দ্বিতীয় অবস্থানে থাকা অলিম্পিয়াকোসকে তাঁদের ঘরের মাঠে দুই বা তাঁর বেশি গোলের ব্যবধানে হারাতে পারে তবেই শেষ ষোলতে খেলার সুযোগ পাবে তাঁরা। আর্সেনালের বাঁচা-মরার লড়াইয়ে হোসে মরিনহো অবশ্য সাপোর্ট করছেন গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসকেই।
আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে যে সম্পর্ক, তাতে মরিনহোর আর্সেনালকে সমর্থন না করায় বিস্ময়ের কিছু নেই। কিন্তু, মরিনহো অলিম্পিয়াকোসকে সাপোর্ট করার কারণটা ভিন্ন বলেই জানালেন। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে সমর্থনের মূল কারণ সেই দলের কোচ মার্কো সিলভা তাঁর ছোটকালের বন্ধু। সেই বন্ধুর টানেই স্পেশাল ওয়ান চাইছেন যেন অলিম্পিয়াকোস চ্যাম্পিয়ন্স লিগের ২য় পর্বে উঠে, “আর্সেনাল এমন একটা গ্রুপে আছে যেখানে আমার বাচ্চাকালের বন্ধু অলিম্পিয়াকোসের ম্যানেজার হিসেবে আছে। আর সেই বন্ধুর ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যাওয়াটা চমৎকার ব্যাপার হবে। তাই আমি সততার সাথেই বলছি যে আমি আমার বন্ধু ও তাঁর দলকে পরবর্তী রাউন্ডে যেতে দেখলেই খুশি হবো।”
আর্সেনাল শেষ তিনবার অলিম্পিয়াকোসের মাঠে গিয়ে একবারও জিততে পারেনি। এমনকি গ্রুপ পর্বের ম্যাচেও নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের কাছে হেরেছিল গানাররা। অবশ্য মেসুত ওজিলের ম্যাজিকে পরে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং ২য় রাউন্ডে উঠার আশাও বাঁচিয়ে রেখেছে। আর তাই মরিনহো মনে করেন গানারদের দ্বিতীয় রাউন্ডে উঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, “বাস্তবতা হচ্ছে, আর্সেনালের এথেন্স থেকে জয় নিয়ে ফেরার ক্ষমতা আছে। গ্রুপ পর্বে বাজেভাবে শুরু করেও তারা ২য় পর্বে কোয়ালিফাই করতে পারে। এটা আমার সমস্যা না, তাদের সমস্যা। তবে সত্যি বলতে তারা প্রথমত কোয়ালিফাই করতে পারে আর দ্বিতীয়ত যদি তারা ইউরোপা লিগে যায়, তবে গানাররাই শিরোপা জয়ের জন্য ফেভারিট।”
চেলসি কোচ হোসে মরিনহোর মতে এই মৌসুমে অসাধারণ খেলা আর্সেনালের এখনো অনেক কিছুই দেখানোর বাকি আছে, “আমি মনে করি তাঁরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার সাফল্য অর্জন করতে সক্ষম। এমনকি তাঁরা ইউরোপা লিগেও সাফল্য পেতে পারে এবং সেখানে তারাই ফেভারিট হবে। তাই আমি বলবো, তাঁদের খেলার অনেকটাই এখনো বাকি আছে।”