মাঠের বাইরে 'যুদ্ধ' পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের
দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক একটু শীতল যাচ্ছিল নানা কারণে। কিন্তু সমর্থকরাও এমন যুদ্ধংদেহী হয়ে পড়বেন কে ভেবেছিল? ফুটবল মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ একেবারে সাধারণ ঘটনা। বিশ্বকাপে ক্রিকেটে সেটা বিরলই, তবে আজ লিডস দেখল এমন কিছু। পাকিস্তান ও আফগান সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েছিলেন ম্যাচের আগে, অন্তত দুজনকে বের করে দেওয়া হয়েছে মাঠ থেকে।
ম্যাচের ঘণ্টাখানেক আগে থেকেই ঢুকতে শুরু করেন দর্শকেরা। তখনই মারামারিতে জড়য়ে পড়েন সমর্থকেরা।কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে তা শুরু হয়, এরপর নিরাপত্তারক্ষীরা এসে আটক করেন তাদের। মাঠের বাইরে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের, কিন্তু সেখানেও আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকেরা। একটা ভিডিওতে দেখা গেছে, আফগানরাই বেশি আগ্রাসী ছিল। এমনকি পাকিস্তানি সাংবাদিকদের লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি দেয়াল টপকে টিকেট ছাড়া মাঠে ঢোকার দৃশ্যও দেখা গেছে বলে জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।