• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপের পিচে সন্তুষ্ট আইসিসি

    বিশ্বকাপের পিচে সন্তুষ্ট আইসিসি    

    বিশ্বকাপের পিচ কেমন হবে, টুর্নামেন্ট শুরুর আগে বড় প্রশ্ন ছিল এটাই। শুধু ব্যাটসম্যানরাই কি বাড়তি সুবিধা পাবেন, না বোলাররাও কিছু করে দেখাতে পারবেন? এরই মাঝে হয়ে গেছে বিশ্বকাপের ৩৮টি ম্যাচ। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, ইংল্যান্ডের পিচ নিয়ে সন্তুষ্ট তিনি। ব্যাটে-বলের লড়াইটা সমানে সমান হচ্ছে বলেই বিশ্বাস তাঁর। 

    আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ৩৯৭ রান তুলেছিল, এটাই এখন পর্যন্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ। ১৩ ম্যাচে দেখা গেছে দলগুলোর ৩০০ রান পেরোনোর দৃশ্য। এর উল্টো চিত্রটাও আছে, অল্প রান তাড়া করতে নেমে নাকানি চুবানি খেয়েছে অনেক দলই। একদিকে ওয়ার্নার, উইলিয়ামসন, সাকিবরা সেঞ্চুরি পেয়েছেন। অন্যদিকে মিচেল স্টার্ক আট ম্যাচে একাই নিয়েছেন ২৪ উইকেট।  

    ব্যাটে-বলের এমন লড়াই দেখে সন্তুষ্ট রিচার্ডসন, ‘আমাদের যুগে ২২০-২৬০ রানই অনেক ভালো স্কোর ছিল। এখন তো অবস্থা বদলে গেছে। বিশ্বকাপে আমাদের লক্ষ্যই ছিল স্পোর্টিং পিচ তৈরি করা। কিউরেটরদের সেরকম নির্দেশনাই দেওয়া ছিল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ব্যাট-বলের সমান সমান লড়াইয়ে দেখেছে সবাই। ওয়ানডেতে হয়ত টি-টোয়েন্টির মতো বেশি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা যাবে না। তবুও এবার অনেক ম্যাচে শেষের দিকে গিয়ে নিষ্পত্তি হয়েছে।' 

    পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের আগে মাঠে উপস্থিত সমর্থকের মাঝে মারামারির ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। রিচার্ডসন বলছেন, এরকম ঘটনা আইসিসিকে আরও বেশি সতর্ক করবে, ‘এমন ঘটনা দুঃখজনক। আমরা ভবিষ্যতে আরও বেশি সতর্ক হবো নিরাপত্তা ইস্যুতে।’