বিশ্বকাপ শেষ শঙ্করের
ইনজুরির কারণে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি বিজয় শঙ্কর। পায়ের বুড়ো আঙ্গুলের সেই ইনজুরির কারণেই বিশ্বকাপটা শেষ হয়ে গেলো তাঁর। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরি নিয়েই দেশে ফিরছেন শঙ্কর। তাঁর জায়গায় দলের সাথে যোগ দিতে পারেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন শঙ্করের দেশে ফেরার খবর, ‘অনুশীলনে বুমরার বলে তাঁর বুড়ো আঙ্গুলে আঘাত লেগেছিল। তাঁর অবস্থা ভালো না, টুর্নামেন্টের বাকি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শঙ্করের পরিবর্তে আগারওয়ালকে স্কোয়াডে নিতে পারে। যেহেতু লোকেশ রাহুল ওপেনিংয়ে ভালো করছেন না, তাই তাকে চার নম্বরে খেলিয়ে পান্টকে ওপেনিংয়ে নামানো হতে পারে। সেটাও কাজে না দিলে আগারওয়ালকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে।’
এই বিশ্বকাপে শঙ্কর খেলেছেন তিনটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১৫ রান, ২২ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ২৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ রান।
গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ২৮ বছর বয়সী আগারওয়ালের। এখনো ওয়ানডে ফরম্যাটে খেলেননি তিনি। এর আগে শিখর ধাওয়ান ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে, তাঁর পরিবর্তে দলে এসেছেন রিশাভ পান্ট।