• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু জাদেজার?

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু জাদেজার?    

    এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে কুলদীপ যাদব-যুজভেন্দ্র চাহাল দুইজনই রান দিয়েছিলেন অনেক বেশি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কিছু করে দেখাতে পারেননি কেদার যাদবও। বাংলাদেশের বিপক্ষে তাই অন্য একজন স্পিনার আনার কথা ভাবছে ভারত। এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, আজকের ম্যাচে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকেও। 

    দশ ওভার বল করে আগের ম্যাচে চাহাল দিয়েছিলেন ৮৮ রান, পাননি কোন উইকেট। কুলদীপ ৭২ রানে নিয়েছিলেন এক উইকেট। যাদব বোলিংই করেননি, ব্যাট হাতে ১৩ বলে করেছিলেন ১২ রান। রান তাড়া করতে নেমে ধোনি-যাদবের শম্বুক গতির জুটি সমালোচনা কম শোনেনি। 

    এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচেও একাদশে ছিলেন না জাদেজা। কয়েক ম্যাচে শুধু বদলি ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করেছেন তিনি। বাঙ্গার আভাস দিলেন, আজকের ম্যাচে দলে আসতে পারে জাদেজা, ‘হার্দিক পান্ডিয়ার সাথে তিনজন পেসার যেন খেলতে পারে সেই কম্বিনেশনের কথাই ভাবছি আমরা। জাদেজাও সেই কম্বিনেশনে থাকতে পারে। লোয়ার মিডল অর্ডারে যখন খুব বেশি রান আসছে না, তখন ভুবনেশ্বর খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে। আট নম্বরে জাদেজা ব্যাটিং করতে পারবে। তখন ছয় ও সাত নম্বরে নামা ব্যাটসম্যানরা স্বাধীনভাবে ব্যাটিং করতে পারবে, শেষ কয়েক ওভারে ম্যাচ শেষ করার ব্যাপারে দুশ্চিন্তা করতে হবে না। টিম ম্যানেজমেন্ট এই কম্বিনেশন নিয়ে অনেক আলোচনাই করছে।’ 

    আগের ম্যাচে অনেক রান দিলেও কুলদীপ-চাহালের ওপর ভরসা রাখতে চান বাঙ্গার, ‘হয়ত তাদের একটা খারাপ দিন গেছে। কিন্তু তাঁরা নিয়মিতভাবেই ভালো বোলিং করে আসছে। সামনের ম্যাচগুলোতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ 

    ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে খেলেছিল ভারত। বাংলাদেশের বিপক্ষেও একই মাঠে খেলা। এই ব্যাপারটা ভারতকে কিছুটা এগিয়ে রাখবে বলেই বিশ্বাস বাঙ্গারের, ‘আমরা একই পিচে খেলছি, এটা একটা ভালো ব্যাপার। পিচ ও মাঠের কন্ডিশনের সাথে আমরা পরিচিত। কীভাবে আগের ম্যাচের চেয়ে ভালো বোলিং করা যায় সেটার চেষ্টাই করব। শেষ ৬-৭ ওভারে অনেক রান দিয়েছে বোলাররা, এটা করা যাবে না। সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভুল শুধরে এগোতে হবে।’