'নেইমারের আচরণ লা লিগার ভাবমূর্তি নষ্ট করবে'
দুই মৌসুম পিএসজিতে কাটানোর পর আবারো বার্সেলোনায় ফিরছেন নেইমার, গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে এমন গুঞ্জনই। গুঞ্জনটা সত্যি হলে আগামী মৌসুমেই হয়ত মেসি-সুয়ারেজদের সাথে খেলতে দেখা যেতে পারে তাঁকে। তবে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস সাফ জানিয়ে দিলেন, লা লিগায় আর নেইমারকে দেখতে চান না তিনি।
রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। সেখানে সতীর্থদের সাথে মনমালিন্য, দর্শককে ঘুষি মারাসহ মাঠের বাইরে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন এই ব্রাজিলিয়ান। রেনের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালের পর দর্শককে ঘুষি মেরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন নেইমার। কোপা আমেরিকার আগে নেইমারের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ।
তেবাস বলছেন, নেইমারের আচরণ লা লিগার ভাবমূর্তি নষ্ট করবে, ‘আমরা লা লিগাতে বিশ্বসেরা ফুটবলারদের চাই। এটা আমাদের লিগের জন্য ভালো। তবে নেইমারের মাঠের বাইরের আচরণ খুবই অনভিপ্রেত। এটা লা লিগার জন্য ভালো না।’
তেবাসের মতে, লা লিগার ভাবমূর্তি তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘কোন ঘটনা ঘটলে শেষ পর্যন্ত একটা কথাই বলা হয়, এই ফুটবলার ওই লিগের ওই ক্লাবে খেলে। আমরা লা লিগার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি। এখানে যে মূল্যবোধটা আছে, সেটা নষ্ট হোক এমনটা আমি চাই না।’
শেষ পর্যন্ত নেইমার বার্সাতে ফিরবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।