• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'ভাগ্য একটু পক্ষে থাকলে আমরা সেমিফাইনালে খেলতে পারতাম'

    'ভাগ্য একটু পক্ষে থাকলে আমরা সেমিফাইনালে খেলতে পারতাম'    

    সেমিতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। পারফরম্যান্স তো বটেই, সাকিব-মুশফিকদের পাশে থাকত হতো ভাগ্যকেও। শেষ পর্যন্ত ২৮ রানের হার দিয়েই পরের রাউন্ডে ওঠার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেলো তাদের। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ স্টিভ রোডস সাংবাদিকদের জানিয়েছেন, ভাগ্য একটু সহায় হলে সেমিতে খেলতে পারতেন তাঁরাও। 

    সেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে শুরু। কেন উইলিয়ামসনের রান আউটটা হলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটা বৃষ্টির কারণে বাতিল হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে বেশ পিছিয়ে পড়ে বাংলাদেশ। গতকাল ভারতের বিপক্ষে শুরুতেই রোহিত শর্মার ক্যাচ ফেলেন তামিম ইকবাল। সেই রোহিতই শেষ পর্যন্ত সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন। 

    রোডসের আক্ষেপ, টুর্নামেন্টজুড়ে ভাগ্য তাদের সহায় হয়নি, ‘যারা সেমিতে গেছে, তাদের আমি শুভকামনা জানাই। তাঁর ভাগ্যবান, সেই ভাগ্যটা যদি আমাদেরও থাকতো! বড় দলের সাথে বাংলাদেশ যেভাবে খেলেছে সেটা আমি গর্বিত। আমরা এই বিশ্বকাপে যেভাবে লড়াই করেছি, হয়ত সবার হৃদয়েই জায়গা করে নেবো।’ 

    তামিমের হাতে জীবন পাওয়ার পর সেঞ্চুরি করেছিলেন রোহিত। একটা সময় মনে হচ্ছিল ভারত ৩৫০ ছাড়িয়ে যাবে। পরবর্তীতে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৩১৪ রানেই বেধে ফেলে বাংলাদেশ। তামিমের ক্যাচ মিসে হতাশ হলেও শেষের দিকে দলের বোলিংয়ে সন্তুষ্ট রোডস, ‘ক্যাচ মিস করলে সেটার পরিণাম কত খারাপ হয় সেটা আমরা সবাই জানি। আমি শুধু চাইছিলাম সে যেন বেশি রান না করে। রোহিত-কোহলিদের মতো ব্যাটসম্যানকে সুযোগ দিলে সে আপনাকে ভোগাবেই। তামিম খুব ভালো ফিল্ডার, তাই এমন মিসে আমিও অবাক। আমিও নিজের জীবনে অনেক ক্যাচ মিস করেছি। কিন্তু এই ক্যাচটার অনেক বেশি মাশুল দিতে হয়েছে দলকে। ভারতের রান সহজেই ৩৭০-৩৮০ হতে পারত, ৪০০ ও। আমরা শেষের দিকে দারুণ বোলিং করেছি। এটাই খুশির ব্যাপার। এটাই আমাদের দলের প্রতিচ্ছবি। টুর্নামেন্ট জুড়েই বড় দলের সাথে আমরা লড়াই করেছি। ভাগ্য পাশে থাকলে আমরাও সেমিতে খেলতাম।’ 

    বড় দলের বিপক্ষে শুরুটা আরও ভালো করতে হবে বাংলাদেশকে, বিশ্বাস রোডসের, ‘ড্রেসিংরুমে সবাই হতাশ। এই টুর্নামেন্টে আমরা ভালো করার জন্য মুখিয়ে ছিলাম। শেষ পর্যন্ত সেটা হয়নি। আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলেছি। আমরা কিছু ভুলও করেছি। ভারতের সাথে জিততে হলে এমনটা করা যাবে না। ভুলের মাশুল পুরো ম্যাচজুড়েই দিতে হয়েছে আমাদের। টসটাও গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচে দেখেছে সবাই, শেষের দিকে স্লো বল খেলা কতটা কষ্টকর। এমন বলে আউট হলে সেটাকে খুবই সাদামাটা আউট দেখায়। এটা বোলারদেরও কৃতিত্ব। টসের জন্য ২০-৩০ রান পিছিয়ে গেছি আমরা, হেরেছি ২৮ রানে।’