• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    মাঞ্জরেকারের মুখের এই ডায়রিয়া অনেক শুনেছি: জাদেজা

    মাঞ্জরেকারের মুখের এই ডায়রিয়া অনেক শুনেছি: জাদেজা    

    জনি বেইরস্টো আর মাইকেল ভনের পাল্টাপাল্টি আক্রমণটা হয়তো চোখে পড়েছে আপনার। ভনের সমালোচনার দিকে ইঙ্গিত করে বেইরস্টো বলেছিলেন, কিছু লোক আছে যারা ইংল্যান্ডের খারাপ করার জন্য তক্কে তক্কে থাকে। ভনও সেটার জবাব দিয়েছিলেন। তবে রবীন্দ্র জাদেজা মাঞ্জরেজারকে যা বলেছেন সেটা বোধ হয় সবকিছুই ছাড়িয়ে গেছে। মাঞ্জরেজারের ‘মুখে ডায়রিয়া’ হয়েছে, জাদেজা সরাসরিই বলেছেন এমন কথা।

    কথাটা মাঞ্জরেকার বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের আগে। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ক্যাচের পর জাদেজাকে একাদশে রাখা হবে কি না, এমন প্রসঙ্গে মাঞ্জরেকার বলেছিলেন, ‘সবকিছু একটু একটু করে পারে এরকম কোনো ক্রিকেটারের ভক্ত আমি নই। জাদেজা ওর ৫০ ওভারের ক্যারিয়ারে এখন এই অবস্থায় আছে। টেস্টে সে পুরোদস্তুর বোলার। কিন্তু ওয়ানডেতে আমি একজন ব্যাটসম্যান আর স্পিনার চাইব।’

    কিন্তু সমালোচনাটা ভালোভাবে নেননি জাদেজা। টুইট করে লিখেছেন, ‘এখনও কিন্তু আমি আপনার দ্বিগুণ ম্যাচ খেলেছি, এবং এখনও খেলে যাচ্ছি। মানুষ যা অর্জন করেছে সেটা সম্মান করতে শিখুন। আপনার মুখের ডায়রিয়া অনেক শুনেছি।’