বাংলাদেশকে হারিয়ে সেমিতে যেতে যা করতে হবে পাকিস্তানকে...
ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের ১১৯ রানের হারে প্রায় নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের সেমির চার দল। অস্ট্রেলিয়া, ভারত উঠে গিয়েছিল আগেই, আজ যোগ দিল ইংল্যান্ডও। তৃতীয় হচ্ছে ইংলিশরা, আর চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের যোগ দেওয়াও প্রায় নিশ্চিত। প্রায় লিখতে হচ্ছে, কারণ কাগজে কলমে হলেও বেঁচে আছে পাকিস্তানের সম্ভাবনা।
৮ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৯, আর ৯ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ১১। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে পাকিস্তানেরও পয়েন্ট হবে ১১। তবে নেট রান রেটে দুই দলের ব্যবধান এতো বেশি, পাকিস্তানের সামনে সমীকরণটা অসম্ভবের চেয়েও বেশি। সহজ করে বললে...
পাকিস্তান আগে ব্যাট করলে
- ৩৫০ করলে বাংলাদেশকে হারাতে হবে ৩১১ রানে, যার মানে বাংলাদেশকে অলআউট করতে হবে ৩৯ রানে।
- ৪০০ রান করলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে, তখন অলআউট করতে হবে ৮৪ রানে
- ৪৫০ রান করলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে, তখন অলআউট করতে হবে ১২৯ রানে।
আর বাংলাদেশ শুরুতে ব্যাট করলে কোন বল মাঠে গড়ানোর আগেই পাকিস্তানের বিদায়। যার মান, টস শেষে বাংলাদেশ ব্যাট করলেই লাহোর বা করাচির টিকিট কেটে ফেলতে পারে পাকিস্তান। অবশ্য সেটা কেটে রাখতে পারে এখনই।