• লা লিগা
  • " />

     

    গ্রিজমানকে কেনা নিয়ে নতুন বিতর্কে বার্সা-অ্যাটলেটিকো

    গ্রিজমানকে কেনা নিয়ে নতুন বিতর্কে বার্সা-অ্যাটলেটিকো    

    গত মৌসুমের শেষেই আতোইন গ্রিজমান ঘোষণা দিয়েছিলেন অ্যাটলেটিকো ছাড়ার। অ্যাটলেটিকো ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন, সেটাও প্রায় নিশ্চিতই হয়ে গেছে। তবে গ্রিজমানকে নিয়ে নতুন করে বিতর্কে জড়ালো লা লিগার ক্লাব দুটি। এক বিবৃতিতে অ্যাটলেটিকো জানিয়েছে, কিস্তিতে গ্রিজমানের ট্রান্সফার ফি পরিশোধ করতে চেয়েছিল বার্সা। অ্যাটলেটিকো বার্সার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে গ্রিজমানকে দলের সাথে অনুশীলন করতেও বলেছে।

    ১ জুলাই গ্রিজমানের ‘বাইআউট ক্লজ’ ২০০ মিলিয়ন ইউরো থেকে নেমে দাঁড়ায় ১২০ মিলিয়নে। গত শুক্রবার বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ জানিয়েছিলেন, গত সপ্তাহের বৃহস্পতিবারে অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিলের সাথে বৈঠক করেছিলেন বার্সার পরিচালক অস্কার গ্রাউ। সেখানে গ্রিজমানকে কেনা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছে বার্সা, বার্তোমেউয়ের দাবি ছিল এমনটাই।

    বার্তোমেউয়ের এমন কথার পরপরই অফিশিয়াল বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়, গ্রিজমানের সাথে অনেক আগে থেকেই কথা চালিয়ে যাচ্ছে বার্সা। এছাড়া কিস্তিতে টাকা পরিশোধের কথা বলায় বার্সার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে তাঁরা, ‘১৪ মে গ্রিজমান ক্লাবকে জানিয়েছিল সে চলে যেতে চায়। গত বৈঠকের পর অ্যাটলেটিকো জানতে পেরেছে, মার্চেই গ্রিজমান ও বার্সা নিজেদের মাঝে সম্মতিতে পৌঁছেছিল। তখনো অ্যাটলেটিকোর সাথে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের খেলা বাকি, বার্সার সাথে শিরোপা দৌড়েও ছিল অ্যাটলেটিকো। বার্সা পরিচালক গিলের সাথে বৈঠক করেছিলেন ঠিকই। বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল তাঁরা গ্রিজমানের ট্রান্সফার ফি কিস্তিতে দিতে চায়, এটা খুবই অসম্মানের। আমরা তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। বার্সেলোনা ও গ্রিজমান দুই পক্ষই ক্লাব ও সমর্থকদের অসম্মান করেছে।’ 

    ক্লাব ছাড়ার ঘোষণা দিলেও গ্রিজমানকে আগামীকাল অ্যাটলেটিকোর সতীর্থদের সাথে অনুশীলনে আসবে এমনটাই চাইছে ক্লাবটি, ‘যখন অ্যাটলেটিকো লিগের মাঝপথে শিরোপা দৌড়ে ছিল, চ্যাম্পিয়নস লিগেও খেলছে, তখন বার্সা-গ্রিজমানের এমন সম্মতিকে আমরা কোনভাবেই সমর্থন জানাতে পারি না। এটা যেকোনো টুর্নামেন্টে চলার সময়ের মৌলিক নিয়ম। সে এমন কাজ করে ক্লাব ও সমর্থকদের অনুভূতিতে আঘাত করেছে।’