সেমিতে অনিশ্চিত খাওয়াজা-স্টোয়নিস
গ্রুপে দ্বিতীয় হওয়ায় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ জুলাই এজবাস্টনে ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে উসমান খাওয়াজা ও মার্কাস স্টোয়নিসের ইনজুরিতে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খাওয়াজা-স্টোয়নিস দুইজনের খেলা নিয়েই জেগেছে সংশয়।
ব্যাটিংয়ে নেমে ছয় রান করার পরেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে খাওয়াজার। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি, আহত অবসর নিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন। পরে আবার ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন ১৮ রানে।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, খাওয়াজার অবস্থা খুব একটা ভালো না, ‘খাওয়াজার ইনজুরিটা একটু অস্বস্তিকর। আগামীকাল তাঁর স্ক্যান করা হবে। হয়ত তাঁর বদলি হিসেবে কাউকে ডাকতে হতে পারে। তবুও চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সত্যি বলতে তাঁর ইনজুরিটা ভালো ঠেকছে না। আগেও তাঁর হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল, এবারও একইরকম ব্যথা অনুভব করছে সে।’
ইনজুরির কারণে এই বিশ্বকাপে ম্যাচ মিস করেছিলেন স্টোয়নিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বল থ্রো করতে গিয়ে কোমরে টান লাগে তাঁর। গতকাল স্টোয়নিস বল করেছেন মাত্র তিন ওভার। ব্যাটিংয়ের সময়ও খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি, ফিজিওর সাহায্যও নিতে হয়েছে। শেষ পর্যন্ত রান আউট হয়েই প্যাভিলিয়নে ফেরেন।
খাওয়াজার মতো স্টোয়নিসেরও স্ক্যান করা হবে, জানালেন ফিঞ্চ, ‘তাঁর কোমরের নিচের অংশে আবার টান লেগেছে। তাঁরও স্ক্যান করা হবে, এরপরই জানা যাবে সে পরের ম্যাচে খেলতে পারবে কিনা।’