অনেক নাটকের পর বার্সেলোনায় গ্রিযমান
অনেক নাটকের পর অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন ফ্রান্সের আন্টোয়ান গ্রিযমান। ২৮ বছর বয়সীকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে বার্সেলোনা। প্রায় দুই বছর ধরে চেষ্টা চালানোর পর গ্রিযমান-বার্সা সম্পর্ক সফল হলো এবার এসে। পাঁচ বছরের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের।
ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে দলে ভেড়াতে বার্সার খরচ হয়েছে ১২০ মিলিয়ন ইউরো। জুন মাস পর্যন্তও গ্রিযমানের রিলিজ ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। সেটা কমে জুলাই মাসের ১ তারিখে নেমে এসেছে ১২০ মিলিয়নে। বার্সার সঙ্গে গ্রিযমানের চুক্তিটা আরও আগেই হয়ে ছিল বলে অ্যাটলেটিকো মাদ্রিদ এতোদিন দাবি করে আসছিল। তাই চুক্তির জন্য পুরো ২০০ মিলিয়ন ইউরো দাবি করে গ্রিযমানকে আবার অনুশীলনে যোগ দিতে বলেছিল তারা। গত সপ্তাহে ওই নাটকের পরও অবশ্য গ্রিযমানের বার্সায় যোগ না দেওয়ার ব্যাপারে তেমন গুঞ্জন শোনা যায়নি কখনই এবার। গত মাসের অ্যাটলেটিকো মাদ্রিদ প্রেসিডেন্টও নিশ্চিত করে জানিয়ে রেখেছিলেন গ্রিযমানের বার্সায় যোগদানের ব্যাপারে।
গ্রিযমান হয়ে গেছেন বিশ্বের ষষ্ঠ দামী খেলোয়াড়। তার সামনে আছেন শুধু নেইমার, কিলিয়ার এমবাপ্পে, ফিলিপে কুতিনিয়ো, হোয়াও ফেলক্স ও উসমান ডেম্বেলে।
২০১৪ সালে বিশ্বকাপের পর অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার আগে প্রায় দশ বছর রিয়াল সোসিয়েদাদে ছিলেন গ্রিযমান। একাডেমি পেরিয়ে মূল দলেও খেলেছেন পাঁচ বছর। এরপর ডিয়েগো সিমিওনের দলের হয়ে ইউরোপা লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউয়েফা সুপার কাপ জিতেছেন। খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। অ্যাটলেটিকোর হয়ে ২৫৬ ম্যাচে তার গোল ১৩৩টি। আর গত বছর বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের আক্রমণের অন্যতম মূল কারিগরও ছিলেন গ্রিযমান। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছাড়ার পর থেকেই গ্রিযমানের বার্সায় যোগ দেওয়ার গুঞ্জন বাড়তে থাকে। সে বছর ডিসেম্বরে অ্যাটলেটিকো ফিফার কাছে অভিযোগও জানিয়েছিল বার্সার গ্রিযমানকে নিয়ে আগ্রহের ব্যাপারে। সব নাটকের অবসান ঘটিয়ে অবশ্য তিনি যতোদিনে বার্সায় যোগ দিলেন, নেইমার আবার ততোদিনে ফিরে আসার পায়তারা করছেন।
২০১৮ সালে বার্সায় যোগ দেওয়ার সুযোগ ছিল গ্রিযমানের। চুক্তির প্রায় পাকাপাকি করেও শেষ মুহুর্তে গিরযমান সিদ্ধান্ত বদলেছিলেন। পরে রীতিমত ডকুমেন্টারি বের করে জানান দিয়েছিলেন অ্যাটলেটিকোতেই থাকছেন তিনি। ইউ টার্ন নেওয়ার পর নতুন চুক্তি করেন অ্যাটলেটিকোর সঙ্গে। কিন্তু গত মৌসুমের মাঝপথেই আবার বার্সা-গ্রিযমান দুই পক্ষ সমঝোতায় পৌঁছে নতুন করে। এরপর দুই মাস আগে অ্যাটলেটিকো মাদ্রিদ আরেকটি ভিডিও দিয়ে নিশ্চিত করে গ্রিযমান এবার ক্লাব ছাড়ছেন। চলতি মৌসুমে লুকাস হার্নান্দেজ, ডিয়েগো গডিনের পর তাই গ্রিযমানকেও হারালো অ্যাটলেটিকো।