• লা লিগা
  • " />

     

    নেইমারকে কিনতে পিএসজিকে তিনজন ফুটবলার দেবে বার্সা?

    নেইমারকে কিনতে পিএসজিকে তিনজন ফুটবলার দেবে বার্সা?    

    নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরছেন, এই গুঞ্জনটা শোনা যাচ্ছে গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই। পিএসজির অনুশীলনে নেইমারের না আসা সেটাকে আরও উসকে দিয়েছে। এই ঘটনার জন্য শাস্তিও পেতে হচ্ছে সাবেক ব্রাজিল অধিনায়ককে। জার্মান পত্রিকা বিল্ড বলছে, ফিলিপ কুতিনিয়ো, উসমান ডেম্বেলে, নেলসন সেমেডো ও স্যামুয়েল উমতিতির যেকোনো তিনজনকে দিয়েই নেইমারকে বার্সায় ফেরাতে চায় কাতালানরা।  

    বার্সেলোনাতে সময়টা ভালো যাচ্ছে না কুতিনিয়োর। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলে ৫৩ ম্যাচে তাঁর গোল মাতর ১১টি। প্রতিপক্ষের মাঠে তো বটেই, ন্যু ক্যাম্পেও সমর্থকদের দুয়ো শুনেছেন তিনি। কুতিনিয়োর মতো আগের মৌসুমটা ভালো কাটেনি ডেম্বেলেরও। বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখে যেতে পারে, গুঞ্জন উঠেছে এমনটাই। দুইজনই বার্সা কোচ এরনেস্তো ভালভার্দের কৌশলের সাথে খাপ খাইতে নিতে পারেননি সেভাবে। সেমেডো-উমতিতিও বেশিদিন ন্যু ক্যাম্পে থাকছেন না, সেটাও শোনা যাচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে।

    এদিকে অনেক নাটকের পর বার্সায় যোগ দিয়েছেন আতোইন গ্রিযমান। নেইমারও যদি আসেন, তাহলে কুতিনিয়োদের একাদশে জায়গা পাওয়া হয়ত কঠিনই হয়ে যাবে। আর নেইমারের বাড়তি বেতনের চাহিদা মেটানোর জন্যই অন্যদিকে খরচের পরিমাণটাও কমাতে চাইছে বার্সা।

    নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি। তাঁকে কেনার জন্য যেন বেশি টাকা দিতে না হয়, এই কারণেই কুতিনিয়ো-ডেম্বেলে জুটিকে পিএজসির কাছে বেঁচে দিতে পারে বার্সা। তাদের সাথে তালিকায় দেওয়া হবে সেমেডো ও উমতিতির নামও। এই চারজনের মাঝে যেকোনো তিনজনকে বেছে নিতে পারবে পিএসজি। তাদের সাথে পিএসজিকে বার্সা দিতে পারে বাড়তি ১৩০ মিলিয়ন ইউরো।

    সূত্র-এএস