মরগানদের থেকে শিরোপা জয়ের 'মন্ত্র' নেবেন হ্যারি কেইনরা
রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডজুড়ে ‘ইটস কামিং হোম’ স্লোগানটা বেশ জোরেশোরেই চলেছে। আশা জাগিয়েও শেষ পর্যন্ত অবশ্য হ্যারি কেইনরা বিশ্বকাপকে ‘ঘরে ফেরাতে’ পারেননি। ফুটবলে না পারলেও ক্রিকেটে এবার ঠিকই ইংল্যান্ড সমর্থকদের বিশ্বকাপ উপহার দিয়েছেন অইন মরগানরা। ডেইলি মেইল বলছে, ঘরের মাঠে ২০২০ ইউরোকে সামনে রেখে ক্রিকেট দলের কাছে শিরোপা জয়ের ‘মন্ত্রটা’ শিখতে চাইছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট।
সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন ইংলিশ অধিনায়ক ববি মুর। এরপর আর বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি ফুটবলের জনকদের। এমনকি ইউরোতেও কখনো চ্যাম্পিয়ন হয়নি ইংল্যান্ড। আগামী বছর ইউরোপজুড়ে টুর্নামেন্টের ম্যাচ হলেও ইউরোতে ইংল্যান্ড কোয়ালিফাই করলে তাদের সব ম্যাচই হবে ওয়েম্বলিতে। এই আসরে প্রথমবারের মতো শিরোপা জেতার জন্য মরিয়া ইংল্যান্ড ফুটবলার ফুটবল দল।
ঘরের মাঠে কীভাবে শিরোপা জিততে হয়, সেটা দেখিয়ে দিয়েছেন মরগান-স্টোকসরা। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও সাউথগেট কিছুদিনের মাঝেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকে বসতে যাচ্ছে। ইসিবির সাথে সাউথগেটের সুসম্পর্কটা অনেক আগে থেকেই। বিশ্বকাপ শুরুর আগে মরগানের সাথে তিন ঘণ্টা কথাও বলেছিলেন সাউথগেট। লর্ডসের ফাইনালও মাঠে বসে দেখেছেন তিনি। শুধু শিরোপা জয় নয়, ইসিবির সাথে সফলভাবে ইউরো আয়োজন নিয়েও পরামর্শ করবেন সাউটগেট ও ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
এর আগেও অবশ্য অন্য দল থেকে জয়ের মন্ত্র নিয়েছে সাউথগেটের দল। ২০১৭ সালে ইংল্যান্ড রাগবি দলের কোচ এডি জোনস ইংলিশ ফুটবলারদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। সেটা অবশ্য রাশিয়া বিশ্বকাপে কাজে লাগেনি। মরগানদের সাথে কথা কতটুক কাজে লাগে, সেটা বোঝা যাবে আগামী ইউরোতেই।