• লা লিগা
  • " />

     

    শতবর্ষী গাছ কাটায় রামোসের জরিমানা

    শতবর্ষী গাছ কাটায় রামোসের জরিমানা    

    নিজের ক্যারিয়ারে বহুবার খেলার মাঠে বিতর্কে জড়িয়েছেন সার্জিও রামোস, গুনেছেন জরিমানাও। তবে এবার একটু ভিন্ন কারণে বড় অংকের জরিমানা গুনতে হচ্ছে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে। অবৈধভাবে পুরনো গাছ কেটেছে রামোসের কোম্পানি। এই অপরাধে রামোসকে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। 

    মাদ্রিদের আবাসিক এলাকা লা মোরালেয়াতে জমি আছে রামোসের। সেখানে রামোসের পরিবারের জন্য বাড়ি বানানোর জন্য এই বছরের শুরু থেকে কাজ শুরু করেছিল তাঁর কোম্পানি আগুইলেনা ডি ইনভেরসিওন্স সোসিয়েদেদ অ্যানোনিমা। কাজের এক পর্যায়ে তারা প্রায় ৫০ থেকে ৯০টি ওক, পাইন, পোপলার, জলপাইসহ বেশ কয়েক প্রজাতির গাছ কেটে ফেলে। এসব গাছের বেশিরভাগই অনেক পুরনো, বেশ কিছু তো শতবর্ষীও ছিল। 

    রামোসের কোম্পানির কান্ডে যারপরনাই ক্ষুব্ধ স্থানীয় মানুষ। তাদের একজনই ব্যাপারটা পুলিশকে জানিয়েছিলেন। এরপর এই ইস্যু গড়ায় আদালতে। সেখানে বলা হয়, ২০০৫ সালে করা মাদ্রিদের আবাসিক এলাকার পরিবেশ রক্ষা আইনের লঙ্ঘন করেছে রামোসের কোম্পানি। শতবর্ষী গাছ কাটায় পরিবেশের চরম ক্ষতি হয়েছে বলেই জানায় আদালত।

    শুনানি শেষে সিটি কাউন্সিল সিদ্ধান্ত নেয়, পুরনো গাছ কাটার দায়ে রামোসের কোম্পানিকে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা দিতে হবে। শুধু জরিমানা দিয়েই পার পাচ্ছেন না তারা, যতগুলো গাছ কেটেছে তাঁর কোম্পানি, ওই অঞ্চলে সেটার তিনগুণ গাছ লাগিয়ে যেতে হবে তাদের।