• লা লিগা
  • " />

     

    বার্সা যেন ভিডিও গেমে চিটকোড পাওয়া দল: গ্রিজমান

    বার্সা যেন ভিডিও গেমে চিটকোড পাওয়া দল: গ্রিজমান    

    বার্সেলোনার সাথে চুক্তি হওয়ার পরপরই আতোইন গ্রিজমান বলেছিলেন, লিওনেল মেসিদের সাথে অনুশীলন করার জন্য মুখিয়ে আছেন তিনি। প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে বার্সেলোনার হয়ে বেশ কয়েকদিন ধরেই অনুশীলনে ব্যস্ত গ্রিজমান। অনুশীলন শেষে স্প্যানিশ পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিজমান বলছেন, ভিডিও গেমে 'চিটকোড' পেয়ে কোন দল যেভাবে খেলে, বার্সা সেরকমই একটা দল গড়ে তুলছে। 

    অনুশীলনে মেসি-সুয়ারেজদের ফুটবল খেলার ধরনে মুগ্ধ গ্রিজমান, ‘বার্সেলোনা তো ভিডিও গেমের চিটকোড পেয়ে যাওয়া দলের মতো খেলার জন্য একাদশ তৈরি করছে! মেসি, সুয়ারেজ, ডেম্বেলে সবাই এক কথায় অসাধারণ। আমাদের এই দলটা দারুণ, অবিশ্বাস্য কিছু ফুটবলার আছে এখানে। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছে। কারা একাদশে খেলবেন, সেই কঠিন সিদ্ধান্তটা কোচকেই নিতে হয়। আমরা আগামী মৌসুমে সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত।’ 

    দীর্ঘদিন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন গ্রিজমান। অনেক নাটকের পর বার্সাতে এসেছেন তিনি। তার এই দলবদল নিয়ে মোটেও খুশি নয় অ্যাটলেটিকো কর্তৃপক্ষ। চূড়ান্ত দলবদলের আগে তারা এক অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছিল, আগের মৌসুম চলার সময় বার্সার সাথে যোগাযোগ করে অ্যাটলেটিকো সমর্থকদের সাথে প্রতারণা করেছিলেন গ্রিজমান। 

    আগামী মৌসুমে ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামে যখন ফিরবেন গ্রিজমান, তখন অ্যাটলেটিকো সমর্থকদের দুয়ো শোনার জন্য প্রস্তুত তিনি, ‘আমি জানি তখন অনেক দুয়ো শুনতে হবে। কিন্তু এটা ফুটবলের অংশ। তারা আমাকে খুব বেশি ভালবাসেন। তাই ক্লাব ছাড়ায় বেশি কষ্ট পেয়েছেন সবাই। রিয়াল সোসিয়েদাদ ছেড়ে যখন অ্যাটলেটিকোতে আসি, তখনও এরকমটা হয়েছিল। আমার হৃদয়ে সবসময় সোসিয়েদাদ ও অ্যাটলেটিকো থাকবে। এই দুই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে।’