• লা লিগা
  • " />

     

    লিঁও ছেড়ে বেটিসে নাবিল ফেকির

    লিঁও ছেড়ে বেটিসে নাবিল ফেকির    

    ফ্রেঞ্চ ক্লাব লিঁও থেকে লা লিগার ক্লাব রিয়াল বেটিসে যোগ দিচ্ছেন নাবিল ফেকির। আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য এখনও আসেনি। তবে চুক্তি যে হচ্ছে সেটা নিশ্চিত। সেভিলে এসে পৌঁছে ফেকির নতুন সমর্থকদেড় কাছ থেকে পেয়েছেন বড় অভ্যর্থনা।  

    ফেকিরকে দলে ভেড়াতে বেটিসের খরচ হচ্ছে ২০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কটা খটকা লাগার মতই। গত বছর ৫০ মিলিয়ন ইউরোতে লিভারপুলে প্রায় যোগ দিয়ে ফেলেছিলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু মেডিকেল পরীক্ষার পর আর লিভারপুল তাঁকে দলে ভেড়াতে চায়নি। গত গ্রীষ্মের শুরুটা হতাশাজনক হলেও পড়ে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিল ফেকির। যদিও দলে নিয়মিত সুযোগ পাননি, তবে ফাইনালে শেষ ৯ মিনিট খেলেছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে।

     

     

    গেল মৌসুমে অবশ্য ফেকির সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। পারফরম্যান্স ছিল কিছুটা নিম্নগামীই। তবে ইউরোপের বড় ক্লাবগুলোর ভিড়ে ফেকিরের বেটিসে যোগ দেওয়া কিছুটা চমকেরই বটে। এর আগে তাঁকে পেতে আগ্রহী ক্লাবের মধ্যে সেভিয়া ও ভ্যালেন্সিয়ার নাম শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য যোগ দিলেন সেভিয়ার নগর প্রতিদ্বন্দ্বীদের দলেই। 

    ফেকিরের এই দলবদল খুলে দিতে পারে টটেনহাম হটস্পারের ভাগ্য। বেটিস মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে পেতে চায় তাঁরা- এমন গুঞ্জন শোনা যাচ্ছে বহুদিন ধরেই। গত মৌসুমে লা লিগায় ১৬ গোল করেছিলেন এই আর্জেন্টাইন। লিগের অন্যতম সেরা পারফর্মারও ছিলেন তিনি। স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে বেটিস লো সেলসোর জন্য দাবি করছে ৭৫ মিলিয়ন ইউরো। ফেকিরের দলদবলের পর নিশ্চিতভাবেই গুঞ্জন বাড়ছে লো সেলসর টটেনহামে যাওয়া নিয়ে।