• লা লিগা
  • " />

     

    বেলকে কখনোই অসম্মান করিনি: জিদান

    বেলকে কখনোই অসম্মান করিনি: জিদান    

    ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর বোমাটা ফাটিয়েছিলেন জিনেদিন জিদান নিজেই। গ্যারেথ বেল যত দ্রুত রিয়াল মাদ্রিদ ছাড়বেন ততোই সবার জন্য ভালো, জিদানের মন্তব্য ছিল এমনই। বেলকে নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য করেছেন জিদান, বেলের এজেন্টের দাবি ছিল এমনটাই। নিজের ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে জিদান সাংবাদিকদের বলেছেন, তিনি বেলকে কখনোই অসম্মান করেননি। 

    রিয়াল মাদ্রিদ ছেড়ে টটেনহামে যাচ্ছে বেল, গত মৌসুমের শেষ থেকেই শোনা যাচ্ছে এমনটা। এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন জিদান নিজেই। কয়েকদিনের মাঝেই বেলের দলবদলের খবর আসবে বলেই জানিয়েছিলেন তিনি। জিদান বলেছিলেন, বেল যত তাড়াতাড়ি রিয়াল ছাড়েন সেটাই সবার জন্য ভালো হবে। 

    জিদান জানালেন, নিজের দলের ফুটবলারদের কখনোই অসম্মান করেন না তিনি, ‘এটা সত্যি আমার স্প্যানিশ উচ্চারণের জন্য অনেক কথার ভুল অর্থ বের হয়। একটা ব্যাপার আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কাউকে অসম্মান করিনি। বিশেষ করে সে যদি আমার দলের হয়। আমার কাছে ফুটবলাররা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় তাদের সাথেই থাকবো। আমি শুধু এটাই বলেছি, ক্লাব বেলকে বিক্রি করতে চাইছে।’ 

    বেল নিজের ইচ্ছাতেই এখন রিয়ালের হয়ে খেলতে চাইছেন না, দাবি জিদানের, ‘যেহেতু ক্লাব তাঁর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান, তাই বেল নিজেই খেলার জন্য প্রস্তুত ছিল না। সে এখনো রিয়ালের ফুটবলার, এটা বদলায়নি। সে দলের সাথে অনুশীলনও করবে। এরপর দেখা যাবে কী হয়।’ 

    বেলের ওপর এখনো ভরসা রাখেন জিজু, ‘বেলের সাথে কাজ করতে আমি একদমই অস্বস্তি বোধ করি না। আমি তাঁর ওপর ভরসাও রাখি।’