বার্সা যুব ফুটবলের ডিরেক্টর হলেন ক্লুইভার্ট
২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার যুবদলের ডিরেক্টর হলেন কাতালানদের সাবেক ফুটবলার এবং ডাচ কিংবদন্তী স্ট্রাইকার প্যাট্রিক ক্লুইভার্ট। ২৫ জুলাই বার্সার সদর দপ্তরে যুবদলের দুই কর্মকর্তা সিলভিও এলিয়াস এবং হাভিয়ের ভিয়াহোয়ানার উপস্থিতিতে আনুষ্ঠানিক চুক্তি সই করেছেন তিনি।
সাবেক ক্লাবে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিতই ক্লুইভার্, 'যুবদলের এত বড় দায়িত্বের জন্য আমাকে বেছে নেওয়ায় বার্সা বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। বার্সা আমার কাছে বাড়ির মতই, ফিরতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। নতুন যুগের ফুটবলারদের নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমি নিজে আয়াক্সের একাডেমি থেকে উঠে এসেছি, লা লাসিয়ার সাথে বেশ মিল আছে আয়াক্সের। আশা করি লা মাসিয়া থেকে আরও কিংবদন্তীতুল্য ফুটবলার জায়গা করে নেবে বার্সার ইতিহাসে।'
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বার্সার হয়ে ৩০৮ ম্যাচে ১৪৫ গোল করেছেন ক্লুইভার্ট। সে সময় বার্সার ম্যানেজার লুই ভ্যান হালই দলে এনেছিলেন ক্লুইভার্টকে এনেছিলেন ন্যু ক্যাম্পে। সে সময় রিভালদোর সাথে দুর্ধর্ষ এক ফরোয়ার্ড লাইন গড়ে তুলেছিলেন তিনি। ১৯৯৮-৯৯ মৌসুমে বার্সার হয়ে লা লিগা জিতেছিলেন ক্লুইভার্ট।